Gold Price Today: আরও বাড়ল সোনার দাম, দু-দিনেই নাগালের বাইরে ? আজ কিনে রাখলে লাভ হবে কি ? দেখুন রেটচার্টের নতুন দাম
Gold Price Hike on 29 August: আজ ২৯ অগাস্ট শুক্রবার সোনার দাম (Gold Price Today) গতকালের থেকে আরও বেড়ে গিয়েছে। একইসঙ্গে দুর্মূল্য হয়ে উঠছে রুপোও।

Gold Price: সোনার দাম বেশ কিছুদিন ধরেই তুঙ্গে রয়েছে। এক লাখ টাকার গণ্ডি অনেক আগেই পেরিয়ে গিয়েছে ২৪ ক্যারাট সোনার দাম। এবার আরও লাফ। পরপর প্রতিদিনেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে সোনার দাম। আজ ২৯ অগাস্ট শুক্রবার সোনার দাম (Gold Price Today) গতকালের থেকে আরও বেড়ে গিয়েছে। একইসঙ্গে দুর্মূল্য হয়ে উঠছে রুপোও। গত তিন দিনে কেজিতে প্রায় ৫০০ টাকা বেড়েছে রুপোর দাম। এবার কি মধ্যবিত্তের নাগালের বাইরেই বেরিয়ে যাবে সোনা-রুপো ?
সোনা কেনাকে শুভ বলে মানা হয়
আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়।
আজকের সোনার দাম ( ২৯ অগাস্ট ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১০১৭২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৬৬৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯২৫৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৯৩৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১৭,৫১৭ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।





















