West Bengal Gold Price : বিয়ের মরসুমে ফের বদল দামে, সপ্তাহের শুরুতেই বাড়ল না কমল সোনা-রুপোর দাম?
আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নিন
কলকাতা : যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনা(Gold Price) অনেকেরই প্রথম পছন্দ। দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না,এমন মানুষ কমই আছেন। সোনার গয়না কেনেন অনেকে, আবার কারও পছন্দ সোনার উপর বিনিয়োগ। মনে রাখা দরকার, দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
সোনা-রুপোর দর (৯ ডিসেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৫৯০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২১৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯০৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯২২ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯০,৫৩৪ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক
মনে রাখতে হবে, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি। ২২মক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি। ২৪ ক্যারেট সোনা গহনা তৈরির জন্য উপযুক্ত নয়, এই কারণে গয়না গড়তে ১৪, ১৮ বা ২২ ক্যারেট সোনা ব্যবহার করে। গয়না কেনার সময় সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নিতে হবে। হলমার্ক হল সোনার বিশুদ্ধতার একটি চিহ্ন। হলমার্ক করা গয়নাই কিনতে হবে। মনে রাখতে গহে মেশিনে তৈরি গয়নার মাকিং চার্জ হাতে গড়া গয়নার মেকিং চার্জের চেয়ে কম।মনে রাখতে হবে, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি। ২২মক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি। ২৪ ক্যারেট সোনা গহনা তৈরির জন্য উপযুক্ত নয়, এই কারণে গয়না গড়তে ১৪, ১৮ বা ২২ ক্যারেট সোনা ব্যবহার করে। গয়না কেনার সময় সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নিতে হবে। হলমার্ক হল সোনার বিশুদ্ধতার একটি চিহ্ন। হলমার্ক করা গয়নাই কিনতে হবে। মনে রাখতে গহে মেশিনে তৈরি গয়নার মাকিং চার্জ হাতে গড়া গয়নার মেকিং চার্জের চেয়ে কম।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) - ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।