এক্সপ্লোর
Stock Market: ১০০ কোটির আর্থিক জালিয়াতি, সেবির নিষেধাজ্ঞার পরেই ২০ শতাংশ পতন এই স্টকে- কী করবেন ?
Mishtann Foods Stock Price: মিষ্টান্ন ফুডস সংস্থার স্টকে বিরাট ধস। বাজার নিয়ন্ত্রক সেবির নিষেধাজ্ঞা আরোপের পরে এই শেয়ারের দাম ২০ শতাংশ পড়ে গিয়েছে। এই শেয়ারে ১২.৪২ টাকায় লোয়ার সার্কিট লেগেছে।

এই স্টকের দামে বড় পতন
1/10

মিষ্টান্ন ফুডস সংস্থার স্টকে বিরাট ধস। বাজার নিয়ন্ত্রক সেবির নিষেধাজ্ঞা আরোপের পরে এই শেয়ারের দাম ২০ শতাংশ পড়ে গিয়েছে।
2/10

মিষ্টান্ন ফুডসের শেয়ার গতকাল ২০ শতাংশ পতনের পর ১২.৪২ টাকায় লোয়ার সার্কিট লেগেছে। সেবি জানিয়েছে আগামী ৭ বছর এই সংস্থা পাবলিক ফান্ড সংগ্রহ করতে পারবে না।
3/10

এই কারণে বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে এবং স্টক মার্কেটে কোনো ক্রেতা উপস্থিত নেই এই শেয়ারের জন্য।
4/10

সেবি এই সংস্থার উপর ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা আরোপ করেছে। জানা গিয়েছে এই সংস্থার কর্তৃপক্ষ ও মালিকরা এই জালিয়াতি করেছে।
5/10

সেবি এই সংস্থাকে রাইটস বিক্রি করে সংগ্রহ করা ৪৯.৮২ কোটি টাকা ফেরত দিতে বলেছে, যা কিনা অন্য খাতে স্থানান্তরিত হয়েছে।
6/10

এছাড়া অনৈতিক নেলদেনের মাধ্যমে সংস্থার মালিক এবং ডিরেক্টরদের অ্যাকাউন্টে জমা হয়েছে ৪৭.১০ কোটি টাকা।
7/10

সেবির মতে এই সংস্থার অন্যতম ম্যানেজিং ডিরেক্টর হিতেশ পটেল বিনিয়োগকারীদের নিজের স্টেকের ৪৩ শতাংশ বিক্রি করেছে।
8/10

কয়েকদিন আগেই এই সংস্থার ৩ কোটি শেয়ার বিক্রি করে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন হিতেশ, জানা গিয়েছে।
9/10

এই বছর মিষ্টান্ন ফুডসের শেয়ারে সর্বনিম্ন স্তর ছিল ১১.৭৭ টাকা এবং সর্বোচ্চ স্তর ছিল ২৬.৩৭ টাকার। এই শেয়ারের দাম এখন সর্বনিম্ন স্তরের কাছেই।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 07 Dec 2024 05:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
