এক্সপ্লোর
বাইক কিনে দেননি বাবা, নিজের বাড়িতে চুরি করে পুলিশ ডাকল ছেলে!
ছেলের শখ ছিল নতুন বাইকের! কিন্তু তাতে কর্ণপাত করেননি বাবা! বাবাকে শিক্ষা দিতে নিজের বাড়িতেই চুরির ছক কষেছিল ছেলে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় নিজের বাড়িতে চুরির অভিযোগে শ্রীঘরে ছেলে!

আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: ছেলের শখ ছিল নতুন বাইকের! কিন্তু তাতে কর্ণপাত করেননি বাবা! বাবাকে শিক্ষা দিতে নিজের বাড়িতেই চুরির ছক কষেছিল ছেলে। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় নিজের বাড়িতে চুরির অভিযোগে শ্রীঘরে ছেলে! ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর, পেশায় মাছ ব্যবসায়ী বাবা শশাঙ্ক মণ্ডলের কাছে একটি বাইকের আব্দার করেছিল ছেলে সুশোভন।কিন্তু বাবা ছেলেকে বাইক কিনে দিতে রাজি হননি। অভিযোগ এই নিয়েই মনোমালিন্য শুরু!তদন্তকারীদের দাবি, গত রবিবার বাড়ির পাশে একটি মেলায় যান পরিবারের সকলে। বাকিরা থাকলেও একটু আগেই ফিরে আসে সুশোভন। পুলিশের দাবি, নিজেই নিজের বাড়ির তালা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা সরিয়ে নেন যুবক। তারপর খবর দেন বাড়ির সকলকে! এমনকি পুলিশকেও ডাকেন সুশোভনই! তদন্তে নেমে সুশোভনের কথাতেই অসঙ্গতি পাওয়া যায়। তারপর চেপে ধরতেই বেরিয়ে আসে আসল ঘটনা! নিজের বাড়িতেই চুরির অভিযোগে আপাতত তিন দিনের পুলিশ হেফাজতে এই যুবক। অন্যদিকে, বাড়ির পিছনের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনার গয়না ও নগদ টাকা।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















