এক্সপ্লোর
Digital Arrest : অপরাধের পার্সেল আপনার নামে, ধরেছে পুলিশ... আপনার কাছেও যখন তখন আসতে পারে এই ফোনকল
Bank Fraud: কাস্টমস অফিসার বা পুলিশ পরিচয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে। যে আপনার বিশ্বাস অর্জনের জন্য আপনি সম্প্রতি আধার কার্ড ব্যবহার করেছেন কিনা জানতে চাইবে অপর প্রান্তের ব্যক্তি।
বঙ্গে এবার নতুন প্রতারণা, পার্সেল জালিয়াতির নাম শুনেছেন ?
1/9

সম্প্রতি বঙ্গে শুরু হয়েছে নতুন প্রতারণাচক্র। 'পার্সেল প্রতারণা' থেকে সাবধান না হলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে আপনার। যা নিয়ে রাজ্য়বাসীকে সতর্ক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাই এই ধরনের ফোন এলে সাবধান !
2/9

মূলত, আপনার নামে একটি অপরাধের সঙ্গে জড়িত পার্সেল ধরা পড়েছে বলে ফোন করছে প্রতারকরা। সেখানে জালিয়াতরা সবাইকে বলতে পারে, 'আপনার নামে বিদেশে পাঠানোর জন্য যে পার্সেল ছিল, সেটি মুম্বই পুলিশ/ দিল্লি পুলিশ/ বা কাস্টমসে ধরা পড়েছে।' স্বাভাবিকভাবেই এরকম পার্সেলের বিষয়ে আপনি 'পাঠাননি' বলে দেবেন।
Published at : 03 Jan 2025 10:01 PM (IST)
আরও দেখুন






















