Murshidabad Arms Arrest:বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সাগরদিঘি থানা এলাকা থেকে ধৃত ২
Illegal Arms Recovery:ফের বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ যুবক। পুলিশের দাবি, ধৃতদের থেকে দু'রাউন্ড গুলি-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ যুবক। পুলিশের দাবি, ধৃতদের থেকে দু'রাউন্ড গুলি-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দুই যুবকের নাম বেদারুল হক এবং শফিকুল শেখ বলে জানিয়েছে পুলিশ। বাড়ি সুতি থানার বহুতালি এলাকায়।
অস্ত্র উদ্ধার নিয়ে...
গত বুধবার সন্ধে নাগাদ, গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার ধুমার পাহাড় এলাকায় অভিযান চালা পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দু'জনকে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি। দু'জনকে ৭দিনের পুলিশি হেফাজতে চেয়ে আর্জি জানাতে পারে সাগরদিঘি থানার পুলিশ। সূত্রের খবর, দুই যুবক ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ধুমার পাহাড় এলাকায় বিক্রি করতে এসেছিল। উদ্দেশ্যপূরণের আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করার কথা। ঘটনা হল, বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা এই রাজ্যে মোটেও অপরিচিত নয়। সপ্তাহখানেক আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুভাষ মণ্ডল। পুলিশ দাবি করে, ৩৮ বছরের ওই যুবকের থেকে বেআইনি অস্ত্র উদ্ধারও হয়েছে।
বার বার এক ঘটনা...
গত মাসের মাঝামাঝি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। সে বার ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় বাড়ি থেকে অস্ত্র মিলেছিল। একাধিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারও হয় সেখান থেকে। পুলিশের দাবি, বোমা তৈরির সরঞ্জামও মিলেছিল। ধৃতরা আইএসএফের সঙ্গে যুক্ত, অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগ মানেনি আইএসএফ। বস্তুত. পঞ্চায়েত ভোটের আগে এই বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যেমন গত জুন মাসে মালদার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করে উঠে আসে, সে ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশের ধারণা ছিল, বেআইনি বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি। তার আগে, মে মাসে এক রাতের মধ্য়ে ২ জেলায় পুলিশের জালে ধরা পড়ে ৬ জন। সেই অভিযানে গোপন সূত্রে খবর পেয়ে, পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হয় ৩টি 7.65 mm পিস্তল,১৪ রাউন্ড গুলি, ৬টি ফাঁকা ম্যাগাজিন। এসটিএফ সূত্রে জানা যায়, ধৃতদের একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অপর ২ জন নওদা ও হরিহরপাড়ার বাসিন্দা। মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। কাটোয়া স্টেশনে যখন অস্ত্র উদ্ধারের মুর্শিদাবাদ কানেকশন উঠে আসছে, তখন মুর্শিদাবাদেরই সামশেরগঞ্জেও মেলে বেআইনি অস্ত্র। ধৃতদের কাছ থেকে ২ টি পিস্তল,২টি ম্যাগজিন ও গুলি মেলে। পুলিশ সূত্রে খবর, মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদের সাগরপাড়ায় যাচ্ছিল ৩ যুবক।
ফের শিরোনামে মুর্শিদাবাদ।