BSF: কোচবিহারের সিতাইয়ে সাত ভাণ্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩
Indian-Bangladesh Border: বিএসএফের তরফে জানানো হয়েছে, গতকাল রাত তিনটে নাগাদ সশস্ত্র বাংলাদেশি পাচারকারীরা সীমান্ত পেরোনোর চেষ্টা করে। বাধা দিলে বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ হয়। তার জেরেই বিএসএফের গুলি।
শুভেন্দু ভট্টাচার্য, সিতাই: রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সীমান্ত-বৈঠকের দিনই কোচবিহারের সিতাইয়ে সাত ভাণ্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে তিনজনের মৃত্যু হল। নিহতদের মধ্যে দু’ জন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে খবর, নিহত ভারতীয়র নাম প্রকাশ বর্মন। স্থানীয়দের দাবি, গরুপাচার ঠেকাতেই গুলি চলে। ঘটনাস্থলে যায় সিতাই থানার পুলিশ। বিএসএফের তরফে জানানো হয়েছে, গতকাল রাত তিনটে নাগাদ সশস্ত্র বাংলাদেশি পাচারকারীরা সীমান্ত পেরোনোর চেষ্টা করে। বাধা দিলে বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ হয়। তার জেরেই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। ঘটনায় জখম হন এক জওয়ানও, দাবি বিএসএফের।
এদিকে, সীমান্ত-সুরক্ষা নিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এসপি-দের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার। স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমানা চিহ্নিতকরণ, রাস্তা, সীমান্ত চৌকি, ইন্টিগ্রেটেড চেক পোস্ট তৈরি নিয়ে আলোচনা হবে। বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটারই থাকবে নাকি বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হবে, এই পরিসরে বিএসএফের তল্লাশি অভিযান, গ্রেফতারি এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে বৈঠকে।
সূত্রের খবর, বিএসএফ কর্তাদের পাশাপাশি, সীমান্তবর্তী জেলার জেলাশাসকরাও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন। বিএসএফের কাজের পরিসর বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় উঠতে পারে রাজ্যের আপত্তির বিষয়টিও। এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
এরই মধ্যে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিরুদ্ধে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়। আগামী ১৬ তারিখ এই মর্মে আনা হবে প্রস্তাব। বিধানসভায় এ নিয়ে হবে এক ঘণ্টার আলোচনা, খবর রাজ্য বিধানসভা সূত্রে।
বিধানসভায় অধিবেশন ডেকে, প্রস্তাব পাশ করিয়ে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করুক রাজ্য সরকার, দাবি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।