![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Poll 2023: 'শেখ হসিরুদ্দিনের মতো সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ,' বার্তা অভিষেকের
Abhishek Banerjee: এদিন কেশপুরের সভায় শেখ হসিরুদ্দিনকে স্টেজে ডাকেন অভিষেক। একইসঙ্গে জানিয়ে তৃণমূল কেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে শেখ হসিরুদ্দিন যুক্ত নন।
![Panchayat Poll 2023: 'শেখ হসিরুদ্দিনের মতো সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ,' বার্তা অভিষেকের Abhishek Banerjee: An honest person like Sheikh Hasiruddin will be the face of Trinamool in Panchayat Panchayat Poll 2023: 'শেখ হসিরুদ্দিনের মতো সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ,' বার্তা অভিষেকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/1a5ff2c696e864273df60965de9db930167551061439551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কেশপুর: 'শেখ হসিরুদ্দিনকে মতো ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ।' কেশপুরের সভা থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'মানুষের জন্য কাজ করার চেষ্টা করব,' আপ্লুত কণ্ঠে বললেন শেখ হসিরুদ্দিন। শেখ হসিরুদ্দিনের বাড়ি কেশপুরে। তবে, বাড়ি বলতে যা বোঝায়, তেমনটা একেবারেই নয়। এক চিলতে ঘর, সেটাই মাথা গোঁজার ঠাঁই। আবাস যোজনায় নাম থাকা একজন সাধারণ ব্যক্তি। তাঁকেই আচমকা কেশপুরের সভামঞ্চে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এমন সৎ ব্যক্তিই হবেন পঞ্চায়েতে তৃণমূলের মুখ। কেশপুরের (Keshpur) মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
কেশপুরের সভা থেকে বার্তা: এদিন কেশপুরের সভায় শেখ হসিরুদ্দিনকে স্টেজে ডাকেন অভিষেক। একইসঙ্গে জানিয়ে তৃণমূল কেন কোনও রাজনৈতিক দলের সঙ্গে শেখ হসিরুদ্দিন যুক্ত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আবাস যোজনার বাড়ির লিস্টে নাম এসেছে। তাঁকে পঞ্চায়েত অফিস থেকে আধার সহ সব নথি জমা করতে বলা হয়েছিল। তাতে হসিরুদ্দিন বলেছিলেন, বাড়ির টাকা নেব না। ১ লক্ষ ৩০ হাজার টাকা বাড়ি বানাতে লাগবে। আরও ৩ লক্ষ টাকা লাগবে বাড়ি বানাতে। সেই খরচা করলে মেয়ের বিয়ে দিতে পারব না। এই হচ্ছে বাংলার কৃষ্টি, সংস্কৃতি। আর বিজেপি এমনভাবে বাংলার মানুষকে দেখায়, যে বাংলার মানুষের থেকে দুর্নীতিগ্রস্থ আর কেউ নেই। এই হসিরুদ্দিনের মতো মানুষই আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মুখ হতে চলেছে। এই লোকেদেরই স্বীকৃতি দেব। করে কম্মে খাওয়ার লোকেদের দিন শেষ। এরা আমাদের গর্ব। আমি গর্বিত এমন একটা রাজ্যে থাকি, যেখানে শেখ হসিরুদ্দিনের মতো মানুষ রয়েছেন।’’ এদিন একইসঙ্গে শেখ হসিরুদ্দিনকে আশ্বস্ত করে তাঁর মেয়ের বিয়ের সব দায়িত্ব নেওয়ার কথাও জানান অভিষেক।
কী বললেন শেখ হসিরুদ্দিন?
"যদি পার্টি মনে করে প্রার্থী করবে। এক ছেলে এক মেয়ে রয়েছে আমার। মেয়ের বয়স ২২ বছর। বাড়িতে দুটো ঘর করতে গেলে টাকা লাগবে। এত টাকা খরচা করতে গেলে মেয়ের বিয়েটা হবে না। আমার সীমিত ক্ষমতার মধ্যে মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।''
বিবাদ মেটাতে অভিষেকের বার্তা : তৃণমূল কর্মী-সমর্থকদের প্রতি অভিষেকের বার্তা, 'করে-কম্মে খাওয়ার দিন শেষ। যাঁরা নিজেদের মধ্যে রেষারেষি করছেন, এক মাস সময় দিলাম। পাহারাদারির দায়িত্বে আমি আছি। যাঁরা ভেবেছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করবেন না সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে'।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে,' হুঁশিয়ারি অভিষেকের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)