Abhishek On Rat Dakhal : রাত দখলের আন্দোলনকারীদের সাধুবাদ জানিয়েছি, অভিষেকের কথা শুনে বললেন কুণাল?
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মতের সম্পূর্ণ বিপরীতে হেঁটে বললেন, এরকম কোনও নির্দেশ দলের তরফ থেকে দেওয়া হয়নি। 'মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে?
কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, দীপক ঘোষ, কলকাতা : আর জি কর-কাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে তৃণমূলের দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের তত্ত্বকে সিলমোহর দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আর জি কর-কাণ্ডে যারা মুখ্যমন্ত্রীকে কুৎসিতভাবে আক্রমণ করেছে তাদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন?
আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ! X হ্যান্ডেলে লিখেছিলেন, টযে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রীসহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়।'
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মতের সম্পূর্ণ বিপরীতে হেঁটে বললেন, এরকম কোনও নির্দেশ দলের তরফ থেকে দেওয়া হয়নি। 'মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। '
কুণাল ঘোষের এই বার্তার পরেই একাধিক তৃণমূল নেতার আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ। যার মধ্যে ছিলেন সঙ্গিতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী এবং অভিনেত্রী সোহিনী সরকার। এই দুজনকেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-আন্দোলনে দেখা গেছিল। কিন্তু বৃহস্পতিবার কুণাল ঘোষের মন্তব্যকে পত্রপাঠ খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে বললেন, 'আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছি ১৪ অগাস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাতদখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছি। কারও ভাল লাগতে পারে, কারও না লাগতে পারে। এটাই বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য।'
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কড়া বার্তার পর যদিও সুর বদল করে নেন রাজ্য় সাধারণ সম্পাদক ! কুণাল ঘোষ আবার এক্স হ্যান্ডেলে লেগেন, 'প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা; মুখ্যমন্ত্রী, সরকার, দল ও কর্মীদের সম্পর্কে কুৎসিত ভাষা, প্ররোচনার তফাৎ আছে। আমরা দ্বিতীয় অংশের প্রসঙ্গে কথা বলেছি। বলেছি তৃণমূল নেতৃত্ব আয়োজিত অনুষ্ঠানে এদের ডাকলে কর্মীদের আবেগ আঘাত পাবে। সাধারণ গণতান্ত্রিক প্রতিবাদ, প্রতিবাদীর কথা বলিনি। দুটো মেলাবেন না।'
সেই সঙ্গে তিনি বলে দেন, এ বিষয়ে দলের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন, সেটাই শেষ কথা।