Morning Top News : আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, কালীঘাটের কাকুর বাড়িতে ইডি - আজকের গুরুত্বপূর্ণ ১০ খবর
কালীঘাটের কাকুর বাড়িতে ইডিআজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবআরও খবর
কালীঘাটের কাকুর বাড়িতে ইডি
সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। সাতসকালে বেহালার ফকিরপাড়া রোডে সুজয়কৃষ্ণর বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেও লাভ হল না! ডিভিশন বেঞ্চেও মিলল না স্বস্তি! আর তারপরেই কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই! আজ সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
তলব পেয়ে কলকাতায়
সিবিআইয়ের নোটিস পেয়ে নবজোয়ার যাত্রা বন্ধ রেখে গতকাল রাতেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ মে ফের সোনামুখী থেকে শুরু করবেন নবজোয়ার যাত্রা।
এবার নবজোয়ারে মমতা?
নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তার চেষ্টা করছে বিজেপি।
অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব। রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব। অভিষেকের পাশে দাঁড়িয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিস্ফোরক মদন মিত্র
বাইক দুর্ঘটনায় আহত সরকারি হাসপাতালের কর্মীকে SSKM-এ ভর্তি করাতে না পেরে বিস্ফোরক মদন মিত্র। এটা সিপিএমের আমল হলে, এতক্ষণে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেত। এখানে দালাল ঘুরছে। এখন টাকা দিলেই SSKM-এ সঙ্গে সঙ্গে দেখানো যায়। স্বাস্থ্য সচিব, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সবাইকে ফোন করেছি। এরপরও ৬ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় রোগী অ্যাম্বুল্যান্স পড়েছিল।
তৃতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ
গরুপাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ অন্তর্বর্তী জামিনের
মেয়াদ শেষে তৃতীয়বার হাজিরা দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মেলার পর, ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লতিফ।
এগরাকাণ্ডে মূল অভিযুক্তর মৃত্যু
এগরা থেকে পালিয়ে ওড়িশার কটক! মাঝপথে একাধিক হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা। শেষে নাম-পরিচয় ভাঁড়িয়ে কটকের হাসপাতালে ভর্তি। কিন্তু, শেষরক্ষা হল না। জবানবন্দি নেওয়ার আগেই মৃত্যু হল এগরার অবৈধ বাজি ব্যবসায়ী ভানু বাগের! শুক্রবারই শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিক্যাল কলেজে, ম্যাজিস্ট্রেটেটের উপস্থিতিতে ভানু বাগের ময়না তদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়।
লঘু ধারায় মামলা?
হাইকোর্টের মন্তব্যের পর এগরা বিস্ফোরণকাণ্ডে দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ করল সিআইডি। তবে দেওয়া হল না এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা! এনআইএ-কে সুবিধা না দিতেই কি এই ধারা দেওয়া হল না? প্রশ্ন বিশেষজ্ঞদের।
এগরায় আইসি বদল
বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর পর গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। তাঁর ভূমিকা নিয়ে প মুখ্যমন্ত্রীও। এবার এগরা থানার IC-র পদ থেকে সরানো হল মৌসম চক্রবর্তীকে।তাঁকে হুগলি গ্রামীণ পুলিশ জেলার ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। এগরা থানার নতুন আইসি-র দায়িত্বে স্বপন গোস্বামী।
উদ্ধার বারুদের ব্যারেল
বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার এগরার ঘটনাস্থল থেকে আধ ঘণ্টার দূরত্বে উদ্ধার কাড়ি কাড়ি বারুদ। কামারডিহা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ। একাধিক টিনের ব্যারেল, বস্তা ভর্তি বারুদ উদ্ধার করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকে।