Ray & Martin New APP | বই পড়ার পাশাপাশি স্ক্যান করলেই হাতে নির্দিষ্ট টপিকের ওপর তৈরি ভিডিও ! নতুন APP আনল রায় অ্যান্ড মার্টিন
ABP Ananda LIVE | বাংলার শিক্ষা জগতে রায় অ্যান্ড মার্টিনের নতুন উদ্যোগ। এবার বই পড়ার পাশাপাশি স্ক্যান করলেই হাতে চলে আসবে নির্দিষ্ট টপিকের ওপর তৈরি ভিডিও। এর জন্য 'EV The New App' তৈরি করেছে রায় ও মার্টিন, যা একেবারে বিনামূল্যে পাচ্ছেন ছাত্রছাত্রীরা। ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ৬টি বিষয়ের বইয়ে রয়েছে এই শিক্ষামূলক ভিডিওগুলি।
আরও খবর..
সরস্বতী পুজোর থিমেও SIR। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় এবার ফুটে উঠেছে SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়। সেখানে যেমন রয়েছে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ।
মণ্ডপে SIR-এর সমালোচনার পাশাপাশি তৃণমূলের উন্নয়নের পাঁচালি। সরস্বতী পুজোর মণ্ডপে তৃণমূলের বিধানসভা ভোটের স্লোগান। তেমনই SIR আতঙ্কে যেমস্ত মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, রয়েছে সেই সমস্ত বিষয়ও।
সেখানে দেখা যাচ্ছে, এসআইআর এর একটি বড়ো ফ্লেক্স। সামনে রয়েছে প্রতীকী ফাঁসির দড়ি। এমনকী সামনে বালির একটি মঞ্চ করা হয়েছে। সেখানে বেশ কিছু প্রতীকী হাত। যেখানে ধরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যা এসআইআর এ গ্রাহ্য হয়নি, সেই বার্তাই তুলে ধরা হয়।

















