ED: সুজয়কৃষ্ণকে দেখতে SSKM-এ যাওয়ার পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তলব ED-র
সেই জন্য মঙ্গলবার বিকালে SSKM হাসপাতালে 'সারপ্রাইজ ভিজিট' করেন ED-র ২ জন তদন্তকারী আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে।
প্রকাশ সিনহা, কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করল ED। সূত্রের খবর, জানতে চাওয়া হয়, জেলে থাকাকালীন কী ঘটেছিল যাতে তড়িঘড়ি SSKM-এ ভর্তি করা হয় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণকে? কতদিন তিনি জেল হাসপাতালে কাটিয়েছেন? হাসপাতালে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল? এখন তিনি কেমন আছেন? সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে ED-র তরফে এসবই জানতে চাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে।
পর পর দু-দিন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM হাসপাতালে পৌঁছলেন ED-র অফিসাররা।
অগাস্টে শহরের একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারির পর, জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। এরপর থেকে টানা সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
ED-সূত্রে দাবি, হাসপাতালে ভর্তি থাকায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা নিতে পারছে না তারা। সেই জন্য মঙ্গলবার বিকালে SSKM হাসপাতালে 'সারপ্রাইজ ভিজিট' করেন ED-র ২ জন তদন্তকারী আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে।
সূত্রের দাবি, সুজয়কৃষ্ণর কী সমস্যা রয়েছে? তাঁর কি কোনও অসুস্থতা রয়েছে? কেন তাঁকে দিনের পর দিন হাসপাতালে রাখা হচ্ছে? কী ধরনের চিকিৎসা চলছে? সুজয়কৃষ্ণ ভদ্রকে কী কী ওষুধ দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চান ED-র অফিসাররা। বুধবার দুপুরে ফের এসএসকেএম হাসপাতালে আসেন ED-র আধিকারিকরা। এর আগে, পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হাসপাতালে ভর্তি থাকার অভিযোগ উঠেছে। সুজয়কৃষ্ণর ক্ষেত্রেও তেমন কিছু আছে কি না, তা খতিয়ে দেখতে চাইছেন ED-র অফিসাররা।
এদিন SSKM হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে, তাঁর বয়ান রেকর্ড করেন তাঁরা। সূত্রের দাবি, হাসপাতাল থেকে পাওয়া নথি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিমত নেওয়া হবে। পুরো বিষয়টি জানানো হবে আদালতকেও।