
Job Seekers Agitation:স্কুল 'অ্যালট' হলেও যোগ দিতে পারেননি, অভিযোগে হাজরা মোড়ে তুলকালাম শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের
Jatin Das Park Metro Station:শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে তুলকালাম হল আজ। বিক্ষোভকারীদের দাবি, স্কুল অ্যালট করা হলেও তাঁরা কেউ কাজে যোগ দিতে পারেননি।

কলকাতা: শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) বিক্ষোভ ঘিরে হাজরা মোড়ে (Hazra More) তুলকালাম হল আজ। বিক্ষোভকারীদের দাবি, স্কুল অ্যালট করা হলেও তাঁরা কেউ কাজে যোগ দিতে পারেননি। দ্রুত নিয়োগের দাবিতে এদিন কালীঘাট অভিযানের ডাক দেন শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। হাজরা মোড়ে যতীন দাস মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের কয়েকজনকে আটক করে পুলিশ।
বিক্ষোভ চলছেই...
এদিকে অবিলম্বে নিয়োগের জন্য প্যানেল প্রকাশের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান-বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ
৩২৮ জনের নামের প্যানেল এখনও প্রকাশ হয়নি। এর প্রতিবাদেই দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান-বিক্ষোভ চলে আজ। ডায়মন্ড হারবার স্টেশন মোড় থেকে খাটিয়া নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রতীকী পথ অবরোধও হয়। তবে এই ছবি স্রেফ আজকের নয়। গত কালও যেমন অবিলম্বে নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়েছে। ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামেন চাকরিপ্রার্থীরা।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ...
নিয়োগের দাবিতে গত কাল দন্ডি কাটেন চাকরিপ্রার্থীরা।দন্ডি কাটার দৃশ্য যুগ যুগ ধরে দেখে আসছে এ শহর। নানা প্রার্থনায় নিজেকে অর্পণ করে নগরবাসী।কিন্তু গত কয়েকবছরে এই ঐতিহ্যর মাঝেই এসে মিশেছে এক বিতর্কিত ইস্যু।আর এবার নিয়োগের দাবিতে বৃষ্টির মধ্যেই ধর্মতলায় দন্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা।অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়। রবিবার, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল, বিক্ষোভ।সম্প্রতি SLST চাকরিপ্রার্থীদের পর পথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।সেদিন চাকরিপ্রার্থীদের (Job Seekers) বিক্ষোভ (Agitation) ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা সময় মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছিলেন চাকরি প্রার্থীদের দল। সেই প্রতিবাদ বিক্ষোভ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর আরও বেড়ে যায়। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। কোটি কোটি টাকা নিয়ে নিয়োগের দুর্নীতির কাণ্ডে নাম জড়ায় রাজ্যের একের পর এক হেভিওয়েটের। সেই তালিকায় কে নেই ! এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়েও কম বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসেনি। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশের পর এই মামলা বেগ পায়। যদিও সেই মামলাতেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। তবে তা ধোপে টেকেনি। প্রকাশ্যে আসে তালিকা।
কিন্তু স্বাভাবিক ছন্দে নিয়োগ হবে কবে? সেই অপেক্ষায় দিন কাটছে বহু বিক্ষোভকারীর।
আরও পড়ুন:সদ্য মা হয়েছেন? ব্রেস্টমিল্কের জন্য পাতে থাকুক ৫ সুপারফুড
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
