TET Agitation Dispersed: ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণদের বিক্ষোভ সরাতে 'জোর' করেছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের
Police Applies Force: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ধর্নায় বসে থাকা টেট উত্তীর্ণদের জোর করে তুলে দিল পুলিশ।বেশ কয়েকটি প্রিজন ভ্যানে করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ।
![TET Agitation Dispersed: ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণদের বিক্ষোভ সরাতে 'জোর' করেছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের Agitation Of TET Qualified Candidates On Camac Street Was Dispersed By Police Allegedly By Force TET Agitation Dispersed: ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণদের বিক্ষোভ সরাতে 'জোর' করেছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/30/537d1b5ce6536a360a5ebf2b85976b421659164855_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুকান্ত মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র , কলকাতা: ক্যামাক স্ট্রিটে (camac street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhisekh banerjee) অফিসের (office) সামনে ধর্নায় বসে থাকা টেট উত্তীর্ণদের (TET) জোর করে তুলে দিল পুলিশ। বেশ কয়েকটি প্রিজন ভ্যানে করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ:
আন্দোলনকারীরা সংবাদমাধ্যমকে জানান, তাঁদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। এদিন দুপুরে ডিসি(সাউথ)-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। তার কিছু ক্ষণ আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, টেট উত্তীর্ণদের যাঁরা বিক্ষোভে বসেছেন, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের বক্তব্য লিখিত ভাবে জমা দিন। তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন। কিন্তু বিক্ষোভকারীদের দাবি একটাই। তাঁরা যা বলার সরাসরি অভিষেককেই বলবেন। গত কাল এক জনকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে পাঠানো হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা অন্য কারও সঙ্গে কথায় রাজি নন। তার পর এদিন সকালের ছবি। উল্লেখ্য, গত কাল SSC-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় তাঁর অফিসের (office) বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে বলে জানিয়েছিলেন তাঁরা।
সাক্ষাতের দাবিতে বিক্ষোভ:
গত কাল এসএসসি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্যামাক স্ট্রিটে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ক্যামাক স্ট্রিটের বাইরে হাজির হন প্রাথমিক টেট উত্তীর্ণরাও। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাঁরাও। অফিসের ভিতরে এসএসসি প্রার্থীদের সঙ্গে যখন বৈঠক করছেন অভিষেক, ঠিক তখনই তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। নাছোড় প্রার্থীরা জানান যে, অভিষেকের সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। কোচবিহারে বিক্ষোভ মিছিল করেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ও অবিলম্বে নিয়োগের দাবিতে কোচবিহার শহরেও মিছিল করেন তাঁরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান। হুগলিতেও মিছিল করেন।
এসএসসি-র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক:
এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি, দাবি এসএসসি আন্দোলনকারী শহীদুল্লাহের। ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান শহিদুল্লাহ। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি। মেধাতালিকায় থাকা সকলকে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক,আরও সংযোজন আন্দোলনকারীদের। শুক্রবার অভিষেকের সঙ্গে এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক হয়। ৮ অগস্ট ফের বৈঠক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)