Akhil Giri: 'অ্যালোপ্যাথি ডোজ দিলে, তখন রাস্তায় ছুটবে', বিরোধীদের হুঁশিয়ারি অখিল গিরির
Akhil Giri Comments: 'এখনও, হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। অ্যালোপ্যাথি ডোজ যখন বেরোবে, তখন ছুটবে রাস্তায়', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির।
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি অখিল গিরির। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বাহিনীর আঁচলের হাওয়াতেই বিজেপি উড়ে চলে যাবে। আমরা নামিনি এখনও, হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। অ্যালোপ্যাথি ডোজ যখন বেরোবে, তখন ছুটবে রাস্তায়', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির।
একাধিকবার বেফাঁস মন্তব্য করেছেন অখিল গিরি। তাঁর জন্য বিতর্কও বেড়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে প্রধানমন্ত্রী, গরুকে আঁকড়ে ভালবাসতে গেছিলেন, গরু গুঁতিয়ে দিয়েছে। রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কারামন্ত্রী অখিল গিরি।
একাধিকবার 'বেফাঁস' অখিল
এর আগে কুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই পেলেন না খোদ রাষ্ট্রপতি! নন্দীগ্রামে নেতা-মন্ত্রীদের সামনেই দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম কারাগার প্রতিমন্ত্রী। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। চাপে পড়ে সুর বদলেছেন মন্ত্রী। তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্ররোচনার শিকার, অখিলের মন্তব্যের সমালোচনা করেও দাবি তৃণমূলের।
শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতারই হাত, পাঁজর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অখিল গিরি। আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল, তাই কাপুরুষের মতো কথা। তৃণমূল বিধায়ককে পাল্টা কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
প্রধানমন্ত্রী, গরুকে আঁকড়ে ভালবাসতে গেছিলেন, গরু গুঁতিয়ে দিয়েছে। রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কারামন্ত্রী অখিল গিরি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।