BJP Nabanna Rally: নবান্ন অভিযানে 'পুলিশি বাধা', হাইকোর্টে বিজেপি, রিপোর্ট চাইল আদালত
High Court: স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে।
সৌভিক মজুমদার, কলকাতা: নবান্ন অভিযানে পুলিশের বাধার অভিযোগ পদ্ম শিবিরের। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এই ঘটনায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এদিন শান্তিরক্ষা করতে নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের (Calcutta High Court) তরফে। তবে সম্পত্তি নষ্টের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
Calcutta High Court seeks report from West Bengal Home Secretary over today’s BJP Nabanna Abhijan; report to be submitted on 19th September. The HC further directs the Police to not illegally detain any person and also ensure that there is no damage to public property. pic.twitter.com/bec03NJzpO
— ANI (@ANI) September 13, 2022
মহিলা কমিশনের টুইট:
বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’। বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women )। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর (Amit Malviya)।
Already taken cognizance. Its not the first time police is playing the puppet in the hands of ruling party and it's really sad that women are suffering despite the fact that a woman is ruling the state. https://t.co/qVJFvRL0At
— Rekha Sharma (@sharmarekha) September 13, 2022
আগেও অভিযোগ:
নবান্ন অভিযান নিয়ে সোমবার থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তাদের কর্মী-সমর্থকদের উত্তরবঙ্গ থেকে আসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ করা হয় বিজেপির তরফে। আলিপুরদুয়ার, কোচবিহারে বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। সেই রেশ ধরেই মঙ্গলবারও বজায় থাকল একই অভিযোগ। এদিন সাঁতরাগাছিতে এবং অন্যত্র দেখা যায় পুলিশের দিকে ইট, পাথর ছুড়ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের দিকেই পাথর-গুলতি ছুড়েছে বিজেপি। তারপরেই তারা পাল্টা প্রতিরোধ করেছে। বিজেপির দাবি, অভিযান রুখতে কোনওরকম প্ররোচনা ছাড়াই বিজেপি কর্মীদের উপর হামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় CID-তে আস্থা, CBI-আবেদন খারিজ হাইকোর্টের