Free Ambulance Services: নেই রক্ষণাবেক্ষণ, বাড়ছে না বেতন, জননী সুরক্ষায় বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতেও অভিযোগ
Bankura News: গোটা রাজ্যের মতো বাঁকুড়াতেও 'জননী সুরক্ষা যোজনা'র আওতা নিখরচার ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু রয়েছে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবার বাঁকুড়ায় আন্দোলনে নামলেন অ্যাম্বুল্যান্স চালকরা। প্রসূতিদের নিখরচায় পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত অ্যাম্বুল্যান্সগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। প্রতিবাদ জানাতে গেলে কর্তৃপক্ষের তরফে শোকজ ধরানো হচ্ছে বলেও অভিযোগ। তাই এবার একজোট হয়ে পথে নামলেন অ্যাম্বুল্যান্স চালকরা। (Free Ambulance Services) এর ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিনামূল্যে প্রসূতিদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
'জননী সুরক্ষা যোজনা'র আওতায় নিখরচার ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবাতেও বিপত্তি
গোটা রাজ্যের মতো বাঁকুড়াতেও 'জননী সুরক্ষা যোজনা'র আওতায় নিখরচার ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু রয়েছে। এর আওতায় প্রসূতিদের সন্তান প্রসবের আগে বিনা পয়সায় হাসপাতালে নিয়ে যাওয়া এবং সন্তান প্রসবের পর ফের নিখরচায় বাড়ি পৌঁছে দেওয়া হয়। বেসরকারি সংস্থার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দফতর এই পরিষেবার জন্য অর্থ বরাদ্দ করে। (Bankura News)
কিন্তু বাঁকুড়া জেলায় এই পরিষেবার হাল অত্যন্ত খারাপ। এই প্রকল্পের আওতায় জেলায় যে ৫৬টি অ্যাম্বুল্যান্স রয়েছে, তার প্রত্যেকটির বেহাল দশা বলে অভিযোগ চালকদের। তাঁদের দাবি, অ্যাম্বুল্যান্সগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। মেরামতও করা হয় না সময়ে। অধিকাংশ অ্যাম্বুল্যান্সের চাকার বিট ক্ষয়ে গিয়েছে। অ্যাম্বুল্যান্সে থাকা সিলিন্ডারে অক্সিজেন ভরা হয় না। প্রসূতি নিয়ে যাওয়ার সময়ই যন্ত্রাংশ বিকল হয়ে যায়, কখনও কখনও ভেঙে পড়ে।
আরও পড়ুন: Sandeshkhali Incident:সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের
তাই প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হয় অ্যাম্বুল্যান্স চালকদের। তাঁদের দাবি, এ নিয়ে বরাতপ্রাপ্ত সংস্থার কাছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদেরকেই শোকজের চিঠি ধরানো হয়। পাশাপাশি, গত কয়েক বছরে অ্যাম্বুল্যান্স চালকদের বেতন বাড়েনি, তাঁদের সহকারীদেরও বেতন বাড়েনি বলে অভিযোগ। সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তাই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। অ্যাম্বুল্যান্স মেরামত, বেতনবৃদ্ধির দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
চালক এবং সহযোগীদের বেতন বাড়ছে না, সময়ে মেরামত হচ্ছে না বলে অভিযোগ
এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাধারণ পরিবারগুলি। নিখরচায় প্রসূতিদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে ভোগান্তি হচ্ছে। এ নিয়ে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন থেকে সরাসরি ১০২ টোল ফ্রি নম্বরে ফোন করলেই বিনা খরচে পরিষেবা পাবেন প্রসূতিরা। আগের মতোই পরিষেবা মিলবে। এই প্রকল্পের আওতায় পরিষেবার আরও উন্নতি করা হবে বলেও জানানো হয়েছে।