Anubrata Mondal Arrested Live : স্বাস্থ্য পরীক্ষা শেষ, অনুব্রতকে ফেরত আনা হল নিজাম প্যালেসে
Cattle Smuggling Case : গরুপাচারকাণ্ডে গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত।
LIVE
Background
কলকাতা : হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) সিবিআই ( CBI ) নিয়ে এল কলকাতায় ( Kolkata ) । তৃণমূলের বীরভূম ( Birbhum ) জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে।
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।
এক নজরে শিরোনাম
- গরুপাচারকাণ্ডে ( Cattle Smuggling Case ) গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত ( Anubrata Mondal )। জামিনের আর্জিই জানালেন না আইনজীবী।
- সকালে বোলপুরে ( Bolpur ) গ্রেফতার। বিকেলে আসানসোলে আদালতে পেশ। গভীররাতে অনুব্রতকে আনা হল কলকাতায়। রাখা হয়েছে
- লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত। সাতসকালে বাড়ি ঘিরে তুলে আনল সিবিআই। অ্যারেস্ট মেমোয় সই করলেন দেহরক্ষী।
- সিবিআইয়ের (CBI ) হাতে গ্রেফতার হতেই উধাও দাপট। দোর্দন্ডপ্রতাপ নেতার চোখে জল।
- বারবার ৯বার সমনে গরহাজির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত।
- অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে বিরোধীরা। আসানসোল কোর্টে আনতেই জুতো দেখিয়ে বিক্ষোভ।
- এসএসকেএমের পর কুলটিতে ইসিএলের গেস্ট হাউস। অনুব্রতকে নিয়ে ঢুকতেই চোর চোর স্লোগান।
- গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত। আসানসোল কোর্টের বাইরে বাম-বিজেপির একযোগে বিক্ষোভ।
- অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও, সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামার ঘোষণা।
Anubrata Mondal Live: ভাইরাল তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকি
গ্রেফতার অনুব্রত, মিছিল করে গুড়-বাতাসা বিলি বিরোধীদের। এই নিয়ে হুমকি ইলামবাজারের তৃণমূল নেতার। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পরবে’, ভাইরাল তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকি।
Anubrata Mondal News: অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি
অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে আজও সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে, দলীয় নির্দেশ মেনে রাস্তায় নামল তৃণমূলের ছাত্র সংগঠন। শুভেন্দু অধিকারীর নাম টেনে ইডি-সিবিআই-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল টিএমসিপি। পাল্টা দুর্নীতির মূলচক্রীকে ধরার দাবিতে পথে নেমে সুর চড়াল বিরোধীরা।
Anubrata Mondal Live: অনুব্রত গ্রেফতারি পর বিরোধীদের হুমকি ইলামবাজারের তৃণমূল নেতার
গ্রেফতার অনুব্রত, মিছিল করে গুড়-বাতাসা বিলি বিরোধীদের। গুড়-বাতাসা বিলি বিরোধীদের, হুমকি ইলামবাজারের তৃণমূল নেতার। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পরবে। ভাইরাল তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকি
Anubrata Mondal News: গ্রেফতারির পর দলের মনোভাব কী? জানতে চাইলেন অনুব্রত
গ্রেফতারির পর দলের মনোভাব কী? এমন সব বিষয়ে চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চেয়েছেন অনুব্রত। সিজিও কমপ্লেক্সের ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী।
Anubrata Mondal Live: দুর্নীতির প্রতিবাদে গুড়-বাতাসা নিয়ে কংগ্রেসের মিছিল
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। দুর্নীতির প্রতিবাদে গুড়-বাতাসা নিয়ে মৌলালি থেকে কংগ্রেসের মিছিল।