Anubrata Mondal : রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন? অনুব্রত মামলায় প্রশ্ন কোর্টের
Anubrata Mondal Beacon case : বিভিন্ন জায়গায় গাড়িতে লালবাতি, নীলবাতির ব্যবহার চোখে পড়ে, সব কি বৈধ? অনুব্রত মামলায় প্রশ্ন কোর্টের
সৌভিক মজুমদার, কলকাতা : রাজ্যজুড়ে লালবাতি, নীলবাতি লাগানো গাড়ির ব্যবহার কেন? অনুব্রতর লালবাতি গাড়ি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে প্রশ্ন হাইকোর্টের। বিভিন্ন জায়গায় গাড়িতে লালবাতি, নীলবাতির ব্যবহার চোখে পড়ে, সব কি বৈধ?
সোমবারের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
লালবাতি ব্যবহারে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নেওয়ার কথা। কত মামলা রুজু হয়েছে রাজ্যে? প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যে মাল্টি কালার বাতির প্রচলন আছে? রাজ্যের উদ্দেশে প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সোমবারের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট।
লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা
চলতি বছরের এপ্রিল মাসের শেষে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা।তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর প্রশ্ন, অনুব্রত মণ্ডল এমন কোনও পদে নেই, যাতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা যায়। তাহলে তিনি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন কী করে? পাশাপাশি এতগুলো জেলা পেরিয়ে আসার সময় পুলিশ এনিয়ে কেন ব্যবস্থা নিল না সেই প্রশ্নও তোলেন তিনি। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি লাগানো গাড়িতে পুলিশের নজর এড়িয়ে বীরভূম থেকে কলকাতায় আসেন, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
সিবিআই তলবের পর গত ৬ এপ্রিল বীরভুম থেকে লালবাতি লাগানো গাড়িতে কলকাতায় এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
লাল বাতি লাগানো নিয়ে প্রশ্ন
তবে এই প্রথম নয়। কয়েক বছর আগেও অনুব্রত গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে প্রশ্ন ওঠে। লালগাতি লাগানো গাড়িতে চড়ে বর্ধমানে দলীয় মিটিংয়ে যোগ দেন অনুব্রত মণ্ডল৷ মাথায় লালবাতি লাগানো স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির বোর্ড লাগানো একটি গাড়ি চড়ে অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, অনুব্রত মণ্ডলের গাড়ির মাথায় লালবাতি কেন? কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান লালবাতি লাগানোর অধিকারী নন ৷ তা সত্বেও লাল বাতি লাগানো গাড়িতে তিনি ঘুরছেন কীভাবে? এই প্রশ্ন ওঠে।