Anubrata Mondal Update: অনুব্রতর সঙ্গে ৩০ মিনিট দেখা করবেন আইনজীবী, বিকেলে হতে পারে মেডিক্যাল পরীক্ষা
Anubrata Mondal at Nizam Palace: অন্যদিকে, জেরার সময় অনুব্রতর মেডিক্যাল পরীক্ষার জন্য আলিপুর কমান্ড হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে।
প্রকাশ সিনহা, কলকাতা: নিজাম প্যালেসের ১৫ তলায় রাত পেরল তৃণমূল জেলা সভাপতির । গ্রেফতার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে আজই জেরা করবে সিবিআই । ৩০ মিনিট দেখা করতে দেওয়া হবে অনুব্রতর আইনজীবীকে, খবর সূত্রের ।
অন্যদিকে, জেরার সময় অনুব্রতর মেডিক্যাল পরীক্ষার জন্য আলিপুর কমান্ড হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে । দুপুরে বা বিকেলের পরে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হতে পারে হাসপাতালে । পাঠানো হয়েছে কোর্টের নির্দেশনামার প্রতিলিপি, খবর সূত্রের ।
জানা যাচ্ছে, আজ সিবিআই অনুব্রতর কাছে জানতে চাইবে ইলামবাজারের গরুহাটের কথা। শেখ লতিফের কথা উঠে এসেছে ইতিমধ্যেই । অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মোবাইল ফোনে বার বার পাওয়া গিয়েছে এই শেখ লতিফ ও এনামুল হকের ফোন নম্বর । শেখ লতিফ ও এনামুল হকের সঙ্গে সায়গল হোসেনের যোগাযোগ কেমন, সেই বিষয়ে কতটা জানতেন অনুব্রত, তাই নিয়ে আজ অনুব্রতকে জেরা করতে পারে সিবিআই । এছাড়াও, অনুব্রত মণ্ডল সরাসরি শেখ লতিফ ও এনামুল হকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন কি না, কেন গরু পাচারের টাকা তাঁর নাম করে আসত এই সমস্ত বিষয়ে আজ জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ।
আরও পড়ুন: CBI: বুধবার মাঝরাতেই বোলপুরে, সকালে অনুব্রতর বাড়ি; আঁটঘাঁট বেঁধেই গ্রেফতার সিবিআই-এর!
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সিবিআই হেফাজতে । গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। আর রাতে ৩টে নাগাদ অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী পৌঁছে গেলেন নিজাম প্যালেসে । তৃণমূল জেলা সভাপতির জন্য জন্য তাঁরা সঙ্গে আনেন মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার ।
অন্যদিকে, অনুব্রতর সঙ্গে একই ফ্লোরে রয়েছেন এসপি সিনহা, অশোক সাহা । নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে, শান্তিপ্রসাদ সিন্হা জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই মোতাবেক দেওয়া হয়েছিল নিয়োগপত্র। তাঁর নির্দেশ মতো কাজ করতেন অশোক সাহা। আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে CBI। গত বুধবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার করা হয় SSC’র ২ প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে। অভিযোগ, CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা।