Ariadaha Chaos:শব্দবাজি, বক্স বাজানোর প্রতিবাদে মারধরের অভিযোগ, হেনস্থার শিকার পুলিশও
North 24 Parganas: প্রতিবাদীর দাবি, গতকাল রাত দেড়টা কালীপুজোর শোভাযাত্রা বেলঘরিয়া থেকে আড়িয়াদহের দিকে আসছিল।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আড়িয়াদহ: ফের আক্রান্ত প্রতিবাদী। এন্টালি, লেকটাউনের পর আড়িয়াদহ। কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ও তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় মারধর, মত্ত অবস্থায় থাকা অভিযুক্তদের আটকাতে গেলে পুলিশকে কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
প্রতিবাদ করায় মারধর: প্রতিবাদীর দাবি, গতকাল রাত দেড়টা কালীপুজোর শোভাযাত্রা বেলঘরিয়া থেকে আড়িয়াদহের দিকে আসছিল। অভিযোগ, মৌসুমী মোড়ের কাছে এসে তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। অভিযুক্তরা শব্দবাজি ওপরের দিকে ছোড়ায় প্রতিবাদ করেন বহুতলের এক বাসিন্দা। উন্মত্ত জনতা প্রতিবাদীকে বেধড়ক মারধর করে। রেহাই পাননি তাঁর মা-বাবাও। খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ যায়। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করায় পুলিশ কর্মীকে কামড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দীপাবলির মরশুমে খাস কলকাতায় দিকে দিকে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। বিশৃঙ্খলা, অশান্তির বিরুদ্ধে মুখ খুলে আক্রান্ত হয়েছেন একের পর এক প্রতিবাদী। রাতে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এন্টালিতে প্রতিবাদীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লেকটাউনে শব্দবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হন খোদ পুলিশ কর্মী। এবার সেই তালিকায় জুড়ে গেল আড়িয়াদহর নাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে এত বেপরোয়া দুষ্কৃতীরা? কাদের মদতে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত?
আক্রান্ত যুবকের বাবার অভিযোগ, "অনেকক্ষণ ধরে...আধঘণ্টা ধরে তারস্বরে বাজনা। বাজি ওপরে ছুঁড়ছে। ছেলে ১.২৮ নাগাদ পুলিশকে খবর দেয়। ছেলে ওপর থেকে বারণ করে। সবাই মত্ত ছিল, শোনেনি। ছেলে নেমে আসে। আমিও পিছন পিছন নেমে আসি। ছেলে বলে, রাত দেড়টা বাজে, এবার আওয়াজ বন্ধ করুন। পাড়ার লোকেরা তো ঘুমোতে পারছে না। ছেলেকে মারতে উদ্যত হয় মহিলা ও ছেলেরা মিলে। হাত চালায়। বাবা হিসেবে বাঁচাতে যাই। মার আগলানোর চেষ্টা করি। মহিলারাও মারছে। মহিলারা উল্টে আমাকে কেস দেওয়ার জন্য বলে, আপনি গায়ে হাত দিলেন। পুলিশের যারা এসেছিলেন, তাদের মারধর শুরু করে। মহিলা পুলিশের হাত কামড়ে দেয়। জামা ছিঁড়ে দেয়।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSKM Patient Harassment: ফের সরকারি হাসপাতালে হয়রানির অভিযোগ, SSKM-এ রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা