TMC: সিবিআই তল্লাশিতে চক্ষু চড়ক গাছ, তৃণমূল বিধায়ক বাড়ি থেকে উদ্ধার আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা
এর পাশাপাশি, সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা।
প্রকাশ সিনহা, কলকাতা: ডোমকলের তৃণমূল বিধায়ক (TMC MLA) জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, বিধায়কের বাড়ি থেকে মিলেছে আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা। একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্য়ালুয়েশন করানো হবে। প্রাথমিকভাবে গতকাল ডোমকলের সোনার দোকানের একজন ভ্যালুয়ারকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি ঠিমকতো ভ্যালুয়েশন করতে পারেননি। তাঁর অনুমান, উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ১০০ ভরি। এর পাশাপাশি, সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা। কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে তৃণমূল বিধায়ককে তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর।
১৩ ঘণ্টা ধরে CBI তল্লাশি
গতকাস ডোমকলের (Domkol) তৃণমূল বিধায়কের (TMC MLA) বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ধরে CBI তল্লাশি করে ২৮ লক্ষ টাকা উদ্ধার করে CBI। সূত্রে দাবি যদিও, তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, উদ্ধার হওয়া টাকা তাঁর জমি বিক্রির। ডোমকলেই তৃণমূল বিধায়কের নামে রয়েছে ১১টি কলেজ! বিধায়ক-ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম কি চাকরির জন্য় সুপারিশ করা হয়েছিল? খতিয়ে দেখছে CBI.
আবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে টাকা ও গয়না উদ্ধার
এর আগে অগুন্তি টাকা, রাশি রাশি সোনার গয়না উদ্ধার হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে! আর এবার মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল টাকা! জানাল সিবিআই।
টাকার অঙ্কটা প্রায় ২৮ লক্ষ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে, বৃহস্পতিবার, ডোমকলের তৃণমূল বিধায়ক এবং ডোমকল পুরসভার প্রশাসক জাফিকুল ইসলামের বাড়ি ও এডুকেশন হাবে তল্লাশি চালায় সিবিআই।
সকাল ৮ টায় ডোমকলের এই বাড়িতেই এসে উপস্থিত হন সিবিআই টিম। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের স্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে নথিপত্র দেখতে চান আধিকারিকরা। এরপর, সিবিআইয়ের একটা টিম চলে যায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, তৃণমূল বিধায়কেরই এই সুবিশাল এডুকেশন হাবে যেখানে রয়েছে ৩ টে বিএড কলেজ, ৪টে ডিএলএড কলেজ, ১টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট
এ ছাড়া, ১টি ফার্মাসি ও ২টি পলিটেকনিক কলেজ, এরইমধ্য়ে, দুপুর ৩টেয়, তৃণমূল বিধায়কের বাড়িতে আনা হয় টাকা গোণার যন্ত্র। সিবিআই জানায়, উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। যদিও তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, পুরোটাই জমি বিক্রির টাকা। কিন্তু এই রাশি রাশি টাকার টাকার উৎস কী?
নিয়োগ দুর্নীতির অভিযোগে, এর আগে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার সিবিআইয়ের স্ক্য়ানারে ডোমকলের তৃণমূল বিধায়ক। তিনিও কি কোনওভাবে প্রাথমিক-নিয়োগ দুর্নীতিতে জড়িত? তাঁর ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম সুপারিশ করা হয়েছিল? cbi সূত্রে খবর, তারই তদন্তে এই তল্লাশি অভিযান।