Kulti News: কালভার্ট তৈরির জন্য কাটা হয় রাস্তা, আচমকা মেরামতির সেই গর্তেই পড়ে যান সাইকেল চালক ! মর্মান্তিক মৃত্যু কুলটিতে
Kulti Tragic Accident Cycle Rider Death: বেহাল রাস্তার বলি কুলটিতে! রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যু

আসানসোল: সদ্য পশ্চিম মেদিনীপুরে একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। যখন প্রসব যন্ত্রণায় কাতর সন্তান সম্ভবা, তখনই কাদায় আটকে গিয়েছিল গাড়ি। শেষে রাস্তাতেই সন্তানের জন্ম দিয়েছিলেন মা । আর এবার বেহাল রাস্তার বলি সাইকেল চালক ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুলটিতে।
বেহাল রাস্তায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালেন আরোহী
নারায়ণগড়ের পর এবার কুলটি। রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যু হয়েছে। যা হবার কথা কল্পনাতেও কেউ ভাবেননি। যে বেহাল রাস্তার জেরে শেষ অবধি প্রাণ হারাতে হবে। একেই গত কয়েকদিন কমবেশি টানা বৃষ্টি হয়েছে। ওই খানাখন্দে, বিপদজ্জনক গর্জে জমে গিয়েছে জল। এদিকে বিপদজ্জনক অবস্থায় পড়েছিল সেই গর্ত। আর সেই খোলা গর্তই কাল হল। বেহাল রাস্তায় সাইকেল চালাতে গিয়ে অবশেষে প্রাণ হারালেন আরোহী। অভিযুক্ত ঠিকাদারের শাস্তির আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। 'কিছুদিন আগে কালভার্ট তৈরির জন্য কাটা হয় রাস্তা। নির্মীয়মাণ রাস্তায় বিপজ্জনকভাবে খোলা অবস্থায় ছিল গর্ত। রাস্তায় কোনও আলোর ব্যবস্থা নেই', অভিযোগ গ্রামবাসীদের।
সদ্য় খারাপ রাস্তার জেরে ভুগতে হয়েছিল এক সন্তানসম্ভাবাকে
গত কয়েক বছরে রাতারাতি পিচ উঠে যাওয়ার দৃশ্যই ভাইরাল হয়েছে। এখানেই শেষ নয়, কাজ না হওয়ার অভিযোগে কাদা রাস্তায় তৃণমূল বিধায়ককে নামানোর ছবিও প্রকাশ্যে এসেছিল। ভোটের প্রচারে গিয়ে ভাতারে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক। সবথেকে বড়কথা, সদ্য পশ্চিম মেদিনীপুরের ঘটনাটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাস্তার বেহাল অবস্থা। সদ্য কদিন আগেই, কাদায় আটকে গিয়েছিল সন্তানসম্ভবা মহিলার গাড়ি। খারাপ রাস্তার জেরে তিনি হাসপাতালেই পৌছতে পারেননি। শেষে খারাপ রাস্তার জেরে, মাঝ পথেই সন্তানের জন্ম দেন তিনি।
'দীর্ঘদিন ধরেই বেহাল, গাড়ি চলাচল তো দূর, এই রাস্তা মানুষের হাঁটারও অযোগ্য়'
অপরদিকে, সোনারপুরের প্রতাপনগরে রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল। গাড়ি চলাচল তো দূর, এই রাস্তা মানুষের হাঁটারও অযোগ্য়। বারাবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকালে অবরোধ করেন স্থানীয় মানুষ এবং এই রুটের অটোচালকদের একাংশ। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। তবে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।






















