West Bengal Live News Update: বাংলাদেশে চরম নৈরাজ্য, দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ! ফের বিক্ষোভে তৃণমূলপন্থী BLO-রা
West Bengal Update News: বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, কলকাতায় পথে হিনদুত্ববাদী সংগঠন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধুন্ধুমার!
LIVE

Background
কলকাতা: হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ-খুনে সাজা ঘোষণা। তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ ৩ জনের যাবজ্জীবন সাজার নির্দেশ। বিরলের থেকে বিরলতম ঘটনা, রানাঘাট আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা ও মৃত্যুদণ্ড চেয়ে আবেদন সিবিআইয়ের আইনজীবীর। তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে অন্যতম প্রধান অভিযুক্ত ব্রজ গয়ালির যাবজ্জীবন সাজা। প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিকেরও যাবজ্জীবন সাজা ঘোষণা রানাঘাটের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারকের। আগে গণধর্ষণ, অনিচ্ছাকৃত খুন, হুমকি, তথ্যপ্রমাণ লোপাট ও পকসো আইনের ধারায় ৩ অপরাধীকেই দোষী সাব্যস্ত করে আদালত।
দেখে নিন অন্যান্য গুরুত্বপূর্ণ খবর..
বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, কলকাতায় পথে হিনদুত্ববাদী সংগঠন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধুন্ধুমার!
ঝরল রক্ত, ভাঙল ব্যারিকেড। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বেকবাগানে বিক্ষোভে তুলকালাম।
বাংলাদেশে চরম নৈরাজ্য, দিল্লিতে প্রতিবাদের ঢেউ। বাংলাদেশ হাই কমিশনের দফতরের সামনে হিনদুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। ব্যারিকেড ভাঙার চেষ্টা
বাংলাদেশে বিদ্বেষের বিষ। এবার চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে হামলা।বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন দুষকৃতীদের। বেড়া ভেঙে বেরিয়ে কোনও মতে রক্ষা। গ্রেফতারি শূন্য।
CEO দফতরের সামনে তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভ। সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হেয়ার স্ট্রিট থানার।
SIR-এ মতুয়াদের নাম বাদের শঙ্কায় খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? শান্তনুর মন্তব্যে জল্পনা। সব থেকে ক্ষতিগ্রস্ত হবে শরণার্থীরাই, সরব তৃণমূল।
হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ-খুন। ২০২২-এর মামলায় তৃণমূূল নেতার ছেলে-সহ ৩ জনের যাবজ্জীবন সাজা। তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ৫ বছরের জেল।
ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদে হরগোবিন্দ-চন্দন দাসকে কুপিয়ে নৃশংসভাবে খুন। জঙ্গিপুর কোর্টে চার্জশিটে থাকা ১৩জন দোষী সাব্যস্ত। আজ সাজা।
ছাইয়ে হাসফাঁস ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের নীলা গ্রাম। পেপারমিল থেকে দূষণ ছড়ানোর অভিযোগ। কারখানা কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা, জানালেন SDO।
পাত্রসায়রে বিজেপি নেতার বাড়িতে। বুথ সভাপতির দাদাকে তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পাল্টা হামলার অভিযোগ শাসক দলের।
খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ! গ্রেফতার ৩। বিধাননগরে চুরির মামলা। ট্যাংরায় অভিযুক্তকে ধরতে গেলে হামলা। আহত ৭ পুলিশকর্মী।
তমলুক পুরসভার চেয়ারম্যান নিয়োগ নিয়ম মেনে হয়নি। একমাসের মধ্যে ফের কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমে ঠিক করতে হবে নতুন চেয়ারম্যান। নির্দেশ হাইকোর্টের।
১৫ ফেব্রুয়ারির আগেই শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ। তার আগের ৩ দিন রাতে ট্রাফিক্স নিয়ন্ত্রণ করবে রাজ্য। নির্দেশ হাইকোর্টের।
West Bengal News Update: শীতলকুচিতে থানার ভিতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
শীতলকুচিতে থানার ভিতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতা। ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি।
West Bengal News: বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবীর
সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবীর। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা।






















