Tagore House Attacked In Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, ইউনূস সরকারের সঙ্গে কথা বলার অনুরোধ
Mamata On Tagore House Attacked In Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে হামলা, ইউনূস সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

কলকাতা: বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে হামলার ঘটনায় এবার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলাদেশে শিরাজগঞ্জ জেলায় কবিগুরুর স্মৃতি বিজরিত ওই বাড়িটি 'রবীন্দ্র কাছারি বাড়ি' নামে পরিচিত। যা মূলত বাংলাদেশে হেরিটেজ সম্পত্তি হিসেবে পরিচিত। এদিকে রবিঠাকুরের এই বাড়িতেই হামলা চালানো হয়েছে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে জানালার কাচ থেকে দরজা, আসবাব সামগ্রীও। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই এবার ইউনূস সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'রবীন্দ্রনাথ শুধু বাঙালির গর্ব নয়, তিনি সারা পৃথিবীতেই বিখ্যাত', দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেছেন রবীন্দ্রনাথ শুধু বাঙালির গর্ব নয়, তিনি সারা পৃথিবীতেই বিখ্যাত। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের অনুরোধ, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে কথা বলুক মোদি সরকার। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কঠোরভাবে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। যারা এই হামলা চালিয়েছে, তাঁদের বিরুদ্ধে যেনও বিচার হয়, এই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ক্ষতি কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। এমন কাজ যাতে ভবিষ্যতে কখনও না হয়, সে জন্য তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের দাবি তুলেছেন।
ঠিক কী হয়েছিল রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে ?
মূলত সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিবিজরিত ওই কাছারিবাড়িতে এক ব্যক্তি এসেছিলেন তার পরিবার নিয়ে। পার্কিং ফি নিয়ে সেখানকার কেয়ারটেকারদের সঙ্গে তর্কাতর্কি হয়। তারপরেই তা হাতিহাতিতে মোড় নেয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে এরপর কবিগুরুর ওই স্মৃতিবিজরিত বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন, শেষ মুহূর্তে কী হয়েছিল বিমানের, এখন সব নজর একটি ডিভাইসে, কী এই Black Box ?
Kobiguru Rabindranath Tagore is not just Bengal’s pride- He is a towering figure of global civilization.
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2025
The shocking vandalism of Kobiguru’s ancestral home in Sirajganj, Bangladesh is an act of sheer barbarism that has deeply wounded the sentiments of millions.
This is not… pic.twitter.com/MrONomzIU2
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















