Bangladeshi Arrested: বাংলাদেশি ধরতে তৎপর পুলিশ, মুর্শিদাবাদে ধৃত ৬, দিল্লিতে ২৮ !
Bangaldeshi Infiltration: মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Bangladeshi Arrested: এক দিনে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর থেকে পাকড়াও করা হয়েছে ৪ বাংলাদেশিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের রাজশাহির বাসিন্দার।অন্যদিকে, বুধবার রাতে ডোমকল থেকেও গ্রেফতার করা হয় ২ বাংলাদেশিকে। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃতদের থেকে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
অন্যদিকে দেশের রাজধানীতে ফের অনুপ্রবেশকারীদের ধরপাকড়ে তৎপর হয়েছে দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ২৮ জন বাংলাদেশি। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের বিশেষ টিম এই অভিযান চালায়। ধৃতরা বৈধ কাগজ ছাড়াই ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। দিল্লির বিভিন্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলায় SIR তৎপরতা
বিহারের পর এবার এ রাজ্যে SIR-এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে বৈঠক। বৈঠকে SIR নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ জেলাগুলিকে, খবর সূত্রের। SIR শেষ হলে তিন মাস পরেই ভোট, বৈঠকে জানাল কমিশন, খবর সূত্রের। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, ERO, AERO, বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক কমিশনের।
'ভুয়ো ভোটার হলে কীভাবে চিহ্নিত করা হবে, অনেকের কাছে আধার কার্ড ছাড়া কোনও নথি নেই', বিভিন্ন জেলার বুথ লেভেল আধিকারিকদের প্রশ্ন নির্বাচন কমিশনকে। বৈধ ভোটার বাছার প্রাথমিক দায়িত্ব বুথ লেভেল অফিসারদের। ভোটার বৈধ কি না, তা যাচাই করে ভোটারের পরিচয়পত্রে সই করবেন BLO-রা। সেই সই করা পরিচয়পত্র যাবে AERO-দের কাছে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। 'BLO-রা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবেই গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন', গতকাল একথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR?
SIR-শেষ হওয়ার পরই ভোটার লিস্ট বেরিয়ে যাবে। যেকোনও দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে নির্বাচন করতে পারে। সাংবাদিক বৈঠকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সারা ভারতে ভোটার বাড়ে ৭ শতাংশ হারে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাশের জেলায় ভোটার বাড়ে ২০-৩০ শতাংশ হারে। রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। সাংবাদিক বৈঠকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।






















