Bankura: বাঁকুড়ায় বাস-মারুতির সংঘর্ষ, গুরুতর আহত ৬
Bankura Accident: একটি বেসরকারি বাসের সঙ্গে মারুতির সংঘর্ষে আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে জানা যায় একটি বেসরকারি বাস যাত্রীসহ বাঁকুড়া (Bankura) যাচ্ছিল।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বাঁকুড়া। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। একটি বেসরকারি বাসের সঙ্গে মারুতির সংঘর্ষে আহত হন ৬ জন। স্থানীয় সূত্রে জানা যায় একটি বেসরকারি বাস যাত্রীসহ বাঁকুড়া (Bankura) যাচ্ছিল এবং অন্যদিকে একটি মারুতি ফ্যামিলি সহ বাঁকুড়া দিক থেকে দুর্গাপুর যাচ্ছিল। জাতীয় সড়ক বেলিয়াতোড় বনোগ্রাম ট্রেনিংয়ে এই মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটে।
আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে?
তড়িঘড়ি ঘটনাস্থলে বেলিয়াতোড় থানার পুলিশ পৌঁছায়। এরপরই অতি তৎপরতায় আহতদেরকে নিয়ে যাওয়া হয় বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে মোট ৬ জনকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এরপর একজন বাসযাত্রীকে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয় এবং মারুতির থাকা পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পরও তাঁদের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপরই সেই আহতদের দুর্গাপুর মিশন হসপিটালে স্থানান্তরিত করা হয়। বাসে থাকা যাত্রীদের কে অন্য গাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খানিকক্ষণ পরেই পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গতকালই বাঁকুড়ায় পথ দুর্ঘটনা হয়েছিল
স্কুল ছুটি হওয়ার পর হইহই করে বাড়ি ফিরছিল সকলে। একটি মোটর সাইকেলে চেপে বসেছিল তিন বন্ধু। কিন্তু ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় লেগে আর বাড়ি ফেরা হল তাদের মধ্যে দুই পড়ুয়া (Motor Bike Accident)। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় জন ভর্তি হাসপাতালে। একই গ্রামের বাসিন্দা ওই তিন ছাত্র। একই শ্রেণিতে পাঠরত ছিল তারা (Students Dead in Motor Bike Accident)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।
তিন জনে মিলে মোটর সাইকেলে চেপে ফেরার সময় দুর্ঘটনা
বাঁকুড়ার(Bankura News) কোতুলপুর (Kotulpur News) থানার অন্তর্গত জলিঠ্যা মোড়ের ঘটনা। মঙ্গলবার দুপুরে সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন জয়রামবাটি থেকে কোতুলপুরের দিকে আসছিল মোটর সাইকেলটি। তাতে সওয়ার ছিল ওই তিল পড়ুয়া। রাস্তায় একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের। তাতেই তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তিন জনই।