Bankura: বাঁকুড়ার সতীঘাটে হাইড্রেনে সদ্যোজাতর মৃতদেহ
Bankura News: বাঁকুড়ার সতীঘাট অঞ্চলে হাইড্রেনে পাওয়া গেল এক সদ্যোজাতর মৃতদেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাইড্রেনে (Drain) পাওয়া গেল এক সদ্যোজাতর (Newborn baby) মৃতদেহ (Dead body)। এই ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়া (Bankura) শহরের সতীঘাট অঞ্চলে। শনিবার বিকেলে হাইড্রেনে সদ্যোজাতর মৃতদেহটি দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় জমান। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Cops)।
স্থানীয় সূত্রে খবর, কে বা কারা এই কাজ করেছে, সেটা এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ সংঘটিত করেছে। সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি বাঁকুড়া সদর থানার পুলিশের দৃষ্টির গোচরে নিয়ে আসা হয়েছে। কীভাবে এই কান্ড ঘটল, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
কয়েকদিন আগেই হাওড়ার বাঁকড়ায় বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল, তাই খুন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সৎ বাবা, এমনই খবর পুলিশ সূত্রে। ধৃতের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন চিকিৎসায় গাফিলতির অভিযোগ, গর্ভস্থ শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে
পুলিশ সূত্রে দাবি, গত সোমবার বিকেলের পর থেকে কোথাও আর শিশুটিকে দেখা যায়নি। মঙ্গলবার বাড়ি থেকে আট কিলোমিটার দূরে টিকিয়াপাড়ার নির্মীয়মাণ মার্কেটের রিজার্ভারে মৃতদেহ ভাসতে দেখা যায়।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ভেঙে পড়েন মৃত শিশুর সৎ বাবা উমেশ দ্বিবেদী। শিশুটিকে রিজার্ভারে ঠেলে ফেলে খুনের কথা কবুল করেন তিনি। পুলিশের দাবি, দ্বিতীয়বার বিয়ে করার পর, স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল সত্ বাবার। সেই কারণেই খুন করেছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। বুধবার ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়।