Bankura News: ২৪ ঘণ্টা পার, বাঁকুড়ার স্বাস্থ্যকেন্দ্রে নেই পানীয় জল, পাশের গ্রামে ছুটলেন রোগীরা নিজেই
Bankura Health Center: বাঁকুড়ার এই স্বাস্থ্যকেন্দ্রে নেই জলের যোগান, ভর্তি থাকা রোগীদের সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতেও ছুটে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নির্জলা হয়েছে পড়েছে বাঁকুড়ার একটি স্বাস্থ্যকেন্দ্র। সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতেও ভর্তি থাকা রোগী থেকে রোগীর পরিজনদের ছুটতে হচ্ছে আশপাশের গ্রামে। বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের আমঝুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিকাঠামো।
আচমকাই পাম্প বিকল হয়ে পড়ায় নির্জলা হয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রটি
বাঁকুড়ার আমঝুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর ছাড়াও রয়েছে ইনডোর চিকিৎসা পরিষেবা। ৩০ টি বেড বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোরে প্রায় প্রতিদিনই ভর্তি থাকেন ১২ থেকে ১৫ জন রোগী। স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জল থেকে শৌচালয়ে জল সরবরাহের জন্য রয়েছে একটি সাবমার্সিবল পাম্প। রবিবার সন্ধ্যায় ওই পাম্প আচমকাই বিকল হয়ে পড়ায় নির্জলা হয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রটি। আউটডোর চিকিৎসা পরিষেবায় তেমন প্রভাব না পড়লেও ইনডোর পরিষেবা কার্যত লাটে ওঠে জলের অভাবে। ভর্তি থাকা রোগীদের সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতেও ছুটে যেতে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে।
পাম্প মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরেনি
ঘটনার কথা স্থানীয় হীড়বাঁধ ব্লক প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত পাম্প মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরেনি। ফলে রোগী দুর্ভোগ রয়ে গেছে সেই তিমিরেই। স্বাস্থ্য দফতরের দাবি, বিকল পাম্প মেরামতির কাজ শুরু হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে পানীয় জলের ট্যাঙ্ক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে জলের চাহিদা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। ওই স্বাস্থ্যকেন্দ্রের পাম্প মেরামত করে জল সরবরাহ কখন স্বাভাবিক হয় সেদিকেই তাঁকিয়ে ভর্তি থাকা রোগী ও রোগীদের পরিজনরা।
আরও পড়ুন, 'র্যাগিং হলেই ফোন করুন, ব্যবস্থা নেবে সরকার..', টোল ফ্রি নম্বর জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের একটি হাসপাতালে এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গিয়েছিল আগেও
গতবছর এমনই দৃশ্য দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেও ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছিল। এদিকে পানীয় জল ছিল না ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। চরম সমস্যায় পড়েছিলেন সেবার রোগীরা। হাসপাতালের এক কর্তা জানান, গত কাল রাত থেকেই জলের পাইপ ফেটে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালের মতো জায়গায় পানীয় জলের মতো পরিষেবা ঠিক করার জন্য কেন তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হল না? সেই সদুত্তর ছিল না। আর এবার একই দৃশ্য ফিরল বাঁকুড়াতেও।