West Bengal News LIVE Updates:'অতিরিক্ত শূন্য পদ কেন তৈরি ? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়?' প্রশ্ন প্রধান বিচারপতির
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
LIVE
Background
আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি। কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, নাকি শনাক্ত করা হবে বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের? গত এপ্রিলে ২০১৬-র ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। চলতি বছরের ৭ মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি আপাতত যাচ্ছে না। যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে SSC জানায়, ২০১৬-র নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২
RG Kar News LIVE Updates:ফের হাইকোর্টে অভয়া-পরিবার
নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। বিচারপ্রক্রিয়া আটকানো যাবে না। দেখব, পরিবার যা বলছে, তা নিয়ে তদন্তের অগ্রগতি, জানালেন বিচারপতি।
SSC News LIVE Updates: 'ডাল মে কালা, ইয়া সব কুছ কালা?'
গাজিয়াবাদ থেকে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কে পাওয়া ওএমআর তথ্যের গ্রহণযোগ্যতা নিয়েই SSC শুনানিতে সন্দিহান সুপ্রিম কোর্ট। ডাল মে কুছ কালা, ইয়া সব কুছ কালা? মন্তব্য প্রধান বিচারপতির।
West Bengal News LIVE Updates: জাল পাসপোর্টকাণ্ডে জঙ্গি-যোগ?
জাল পাসপোর্টকাণ্ডে জঙ্গি-যোগ? মুর্শিদাবাদে হানা দিয়ে জাল পাসপোর্ট চক্রের ২ পাণ্ডাকে গ্রেফতার করল অসম পুলিশের STF। ভোররাতে হানা দিয়ে হরিহরপাড়া থেকে পাকড়াও ২। ধৃতদের থেকে উদ্ধার ৪টি মোবাইল ফোন, পেনড্রাইভ
SSC News LIVE Updates: অতিরিক্ত শূন্যপদে ফের প্রশ্ন
অতিরিক্ত শূন্য পদ নিয়ে হাইকোর্টের পর এবার প্রশ্ন সুপ্রিম কোর্টের। কেন তৈরি করেছিলেন? যাতে অবৈধদের চাকরি থেকে বের না করতে হয়? প্রশ্ন প্রধান বিচারপতির
SSC News: 'রাজ্যের অবস্থান কি? রাজ্য কি মনে করে যে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব? নাকি সম্ভব না?'
সুপ্রিম কোর্টে চলছে SSC মামলার শুনানি। 'রাজ্যের অবস্থান কি? রাজ্য কি মনে করে যে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব? নাকি সম্ভব না?' রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। 'রাজ্য মনে করে যে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব। সিবিআই এ নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে', কারা বৈধ, কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না দেখা হবে, এর আগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে সনাক্ত করা গেছে তখন কেন প্রায় ২৬ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে, সওয়াল রাজ্যের