Bankura News: রাতদুপুরে হাতির তাণ্ডব, দেওয়াল ভেঙে আহত এক
Bankura News Update: সূত্রের খবর, প্রায় রাত দুটো নাগাদ মাটির কাঁচা বাড়িতে হামলা চালায় হাতি (Elephant)। সেই সময় মশারির ভিতরে শুয়ে ছিলেন বছর বিয়াল্লিশের পেশায় নির্মাণ কর্মী গোলাম রসুল সর্দার।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাতির (Elephant) তাণ্ডবে দেওয়াল ভেঙে গায়ে পড়ে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) সারেঙ্গা থানা (Sarenga Police Station) এলাকার তেলিজাত গ্রামে। গতকাল রাতে হঠাৎ দশটি হাতির একটি দল ঢুকে পড়ে সারেঙ্গা বনাঞ্চল এলাকায়। তাঁদের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি হামলা চালায় সারেঙ্গা থানার তেলিজাত গ্রামে।
সূত্রের খবর, প্রায় রাত দুটো নাগাদ মাটির কাঁচা বাড়িতে হামলা চালায় হাতি। সেই সময় মশারির ভিতরে শুয়ে ছিলেন বছর বিয়াল্লিশের পেশায় নির্মাণ কর্মী গোলাম রসুল সর্দার। দাঁতাল সুড় দিয়ে কাঁচা বাড়ির মাটির দেওয়াল ভাঙে। রীতিমতো তাণ্ডব চালায় বাড়িতে। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। তবে হাতির হানায় বাড়ির দেয়ালের একাংশ সহ বাড়ির আসবাব ভেঙে তছনছ হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারেঙ্গা গোটা এলাকার। সারেঙ্গা থানা এলাকায় বিভিন্ন গ্রামের মানুষজন আতঙ্কিত। তবে হাতি তাড়ানোর ব্যাপারে আশায় কথা শুনিয়েছে স্থানীয় বন দফতর। বন দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যাবতীয় ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়া হবে।
এদিকে আজ প্রায় ২৪ ঘণ্টা পর ধরা পড়ে গোসাবার বাঘ। সোমবার গভীর রাতে বাঘটি গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকে গরু-ছাগল মারে। তারপর লুকিয়ে পড়ে পাশের জঙ্গলে। বন দফতরের কর্মীরা এসে প্রায় ১ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে দেয়। তারপর দিনভর তোড়জোড় চলে বাঘ ধরার। ঘেরা এলাকায় পাতা হয় ২টি খাঁচা। বন দফতর সূত্রে খবর, অবশেষে আজ ভোর ৫টা নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয়। বন দফতর সূত্রে খবর, ৮ বছরের প্রাপ্তবয়স্ক বাঘটিকে চিকিত্সক পরীক্ষা করবেন। বাঘটি সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছাড়া হবে। এরইমধ্যে নতুন করে আবার বাঘের আতঙ্ক ছড়িয়েছে বালি সত্যনারায়ণপুরে। গ্রামবাসীদের দাবি, মাঠের মধ্যে বাঘের পায়ের ছাপ মিলেছে। বাঘ তাড়াতে পটকা ফাটান গ্রামবাসীরা। বন দফতরকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: East Burdwan News: অকাল বর্ষণের জের, আলু চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের