BJP MLA Attack: বাড়ি ফেরার পথে আক্রান্ত BJP বিধায়ক ! দোষীদের গ্রেফতারের দাবিতে সোনামুখীতে ধুন্ধুমার
Bankura BJP MLA Attacked: নিজের কেন্দ্রেই আক্রান্ত হলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি।

তুহিন অধিকারী, পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় ২ বিজেপি বিধায়কের ওপর উঠল হামলার অভিযোগ। নিজের কেন্দ্রেই আক্রান্ত হলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। ছাতনার বিজেপি সত্যনারায়ণ মুখোপাধ্য়ায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্দপুরে। দুক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন, কাঁকসায় তুলোর দোকানে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ মহিলা !
একই দিনে, একই জেলায় দু'জন বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে আক্রান্ত হলেন দিবাকর ঘরামি।ইন্দপুরে অভিযোগ উঠল সত্যনারায়ণ মুখোপাধ্য়ায়ের ওপর হামলার। সোমবার সোনামুখীর মহেশপুরে এক অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার দিতে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই তাঁর ওপর হামলা করে তৃণমূল। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ারও অভিযোগ ওঠে।
সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামে ঢোকার মুখে দাঁড়িয়েছিল। আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না। আমাকে বলছে তোমাকে গরুকাটা করে কাটব। এটা ওই তৃণমূলের দুষ্কৃতীরা বলছে। সোনামুখী তৃণমূল ব্লক সভাপতি দিব্যেন্দু সেন বলেন, মানুষ যদি ক্ষেপে যায়, তাহলে আমাদের করার কিছু নেই। কারণ সারাবছর মানুষের পরিষেবা দেয় মা-মাটি-মানুষের কর্মীভাইরা। সাধারণ মানুষ বলছে আপনি কোথায় ছিলেন এতদিন?এরপরই সোনামুখী চৌরাস্তা মোড় অবরোধ করে বিজেপি। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক।
এদিকে পরিবর্তন সংকল্প সভা থেকে ফেরার পথে ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ছাতনার বিজেপি বিধায়কের গাড়িতে হামলার প্রতিবাদে এদিন বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।





















