Job News: ফের টাকার বিনিময়ে চাকরি, এই সুপার স্পেশালিটি হাসপাতালে বেআইনি নিয়োগের বিস্ফোরক অভিযোগ!
Bankura Hospital News: হাসপাতালের সুপার ও তৃণমূলের একাংশের বিরুদ্ধে নিয়োগে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হলেন ওন্দার বিজেপি বিধায়ক
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগে পথে নামল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি ও ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার যোগসাজশে বেআইনিভাবে লোক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য। হাসপাতালের গেটে স্থানীয়দের নিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা। অন্যদিকে, ওন্দার চৌমাথা মোড়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে পথ অবরোধ করা হয়। যদিও নিয়োগের দায় ঠিকাদার সংস্থার ওপরেই চাপিয়েছেন হাসপাতালের সুপার।
দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণেও যখন আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সোচ্চার কলকাতা ঠিক সেই সময় ডাক্তারদের উদ্দেশে হুমকি দিতে শোনা গেল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। যা ঘিরে তৈরি হল বিতর্ক। ঘটনার সূত্রপাত বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগকে কেন্দ্র করে। সম্প্রতি ওই হাসপাতালে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা অস্থায়ী কর্মী হিসাবে ২৮ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগ, বেআইনিভাবে ওই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে। যার বিরুদ্ধে বুধবার একইদিনে রাস্তায় নামল তৃণমূল ও বিজেপি। একদিকে যখন স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল দলেরই একাংশ। অন্যদিকে, হাসপাতালের সুপার ও তৃণমূলের একাংশের বিরুদ্ধে নিয়োগে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হলেন ওন্দার বিজেপি বিধায়ক। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ওন্দা চৌরাস্তা মোড়ে দেখানো হল বিক্ষোভ।
বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, যাঁরা কাজের উপযুক্ত তাঁদের না নিয়ে বেশ কিছু বাইরের লোককে নিয়োগ করা হচ্ছে অর্থের বিনিময়ে। কোথাও ৫০ হাজার কোথাও ৭০ হাজার। তৃণমূলের নেতারা ৩টে-৪টে-৫টে করে ভাগ নিয়েছে। দু'তিনদিনের মধ্যেই আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল আমরা ঘেরাও করব এবং প্রত্যেকটা ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখব'।
পাল্টা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও তৃণমূলের ব্লক সভাপতির যোগসাজশে হাসপাতালে বেআইনিভাবে লোক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদ সদস্য।
যদিও নিয়োগের স্বজনপোষণের অভিযোগ খারিজ করার পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি। বলা হয়, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। এটা নিয়োগ করে এজেন্সি। এখানে কোনও দল দেখা হয়নি, কোনও পক্ষপাতিত্ব করা হয়নি।
নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে ঠিকাদার সংস্থা অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট এজেন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এব্যাপারে তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে