Basirhat By Election: সাংসদহীন লোকসভা কেন্দ্র, এবার উপনির্বাচন চেয়ে হাইকোর্টে মামলা
North 24 Parganas: প্রায় ৬ মাস ধরে সাংসদহীন বসিরহাট। অবিলম্বে উপনির্বাচন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাট কেন্দ্রের ১৪জন বাসিন্দা।

সৌভিক মজুমদার, কলকাতা: বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন চেয়ে এবার হাইকোর্টে মামলা করলেন ১৪ জন বাসিন্দা। তৃণমূল সাংসদ নুরুল ইসলামের মৃত্যু হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে। মামলাকারীর দাবি, ৬ মাসের বেশি পদ শূন্য রাখা যায় না।
প্রায় ৬ মাস ধরে সাংসদহীন বসিরহাট। অবিলম্বে উপনির্বাচন চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাট কেন্দ্রের ১৪জন বাসিন্দা। গত বছর পয়লা জুন সপ্তম ও শেষ দফায় ভোট হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে। ৪ জুন ফলপ্রকাশ হয়। ৮ লক্ষ ০৩ হাজার ৭৬২ টি ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের নুরুল ইসলাম। বিজেপির রেখা পাত্র পান ৪ লক্ষ ৭০ হাজার ২১৫ ভোট অর্থাৎ ব্যবধান ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭। ওই বছরই ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন তৃণমূল সাংসদ নুরুল ইসলাম। তারপর ওই কেন্দ্রে উপনির্বাচন হয়নি। এখনও পর্যন্ত দিন ঘোষণাও করেনি নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের ১৪ জন বাসিন্দা। মামলাকারীর দাবি, ৬ মাসের বেশি পদ শূন্য রাখা যায় না। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা।
২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন শেখ হাজি নুরুল ইসলাম। পরেরবার ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে দাঁড়িয়ে পরাজিত হন। এরপর ২০১৬ ও ২০২১ সালে হাড়োয়া আসন থেকে পরপর দুবার বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২৪ সালে ফের তাঁকে বসিরহাট লোকসভা আসন থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। ৪ জুন ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাটে জয়ী হয়েছেন শেখ হাজি নুরুল ইসলাম।






















