এক্সপ্লোর
Anubrata Mondal: "ভাবছ ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস", SIR নিয়ে অনুব্রতের নিশানায় BJP
Anubrata Mondal ON EC : SIR ঘিরে নিশানায় বিজেপি, ফের বিস্ফোরক অনুব্রত , কী হুঁশিয়ারি দিলেন ?

"ভাবছ ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে? দলটা তৃণমূল কংগ্রেস", SIR নিয়ে অনুব্রতের নিশানায় BJP
Source : ABP ANANDA
বীরভূম: SIR নিয়ে অনুব্রত মণ্ডলের নিশানায় বিজেপি। 'ভাবছ ভোটারদের বাদ দিয়ে জিতে যাবে?', দলটা তৃণমূল কংগ্রেস, হুঁশিয়ারি দিয়ে মনে করালেন শাসক নেতা অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, 'তোমরা ভাবলে, আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেব, একটা একটা বিধানসভায় ৩০ হাজার-৪০ হাজার, ৫০ হাজার ভোটার বাদ দিয়ে, তোমরা জিতে যাবে না ? আর আমরা আঙুল চুষব ? আঙুল চুষতে আসিনাই। দলটা তৃণমূল কংগ্রেস।'
আরও পড়ুন, রাজগঞ্জের BDO-র পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রশান্ত বর্মণকে !
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















