Bengal SIR Row : বাড়ি বাড়ি BLO, 'ইলেকশন কমিশনের সফটওয়ার বাউন্স করবে, যদি কেউ লেখেন..', CEO দফতরে কী বার্তা শুভেন্দুর ?
Suvendu On Bengal SIR Row : SIR-এর নথি নিয়ে জালিয়াতির অভিযোগ জানিয়ে কমিশনে নালিশ শুভেন্দুর।

কলকাতা: বাড়ি বাড়ি BLO, CEO দফতরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'জন্মের শংসাপত্র নিয়ে জালিয়াতি চলছে', SIR-এর নথি নিয়ে জালিয়াতির অভিযোগ জানিয়ে কমিশনে নালিশ শুভেন্দুর।
আরও পড়ুন, 'SIR আতঙ্কে আত্মঘাতী'! উলুবেড়িয়ায় যুবকের মৃত্যু ঘিরে অভিযোগ পরিবারের
এদিন শুভেন্দু বলেন, আমরা এই রাজ্যের প্রধান বিরোধী দল, এবং আমাদের সঙ্গে একটা বিশাল সংখ্যক ভোটারদের আত্মবিশ্বাস রয়েছে। ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আমাদের BLA 2-ও আমরা প্রায় ৫০ হাজারের বেশি বা এখনও অবধি প্রসেসে আছে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন। এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। ...আরেক জিনিস যেটা ওরা মিসলিড করছে, সেটা হচ্ছে বাবা-মায়ের জায়গায় আদারস্ (Other Relative). যেহেতু বাবা-মায়ের কথা লেখা নেই, কিন্তু সেক্ষেত্রেও বলেছেন, সফটওয়ার বাউন্স করবে, যদি আদার রিলেটিভ লেখেন। বাবা-মা-ফাদার-মাদার-গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার এর বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়ার আছে, সেটাতে কিন্তু বাউন্স হবে। '
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই, জোরকদমে শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্বের কাজ। দিনের শুরুতেই, কলকাতা থেকে জেলার একাধিক জায়গায় বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বুথ লেভেল অফিসারেরা। ভোটার তালিকা সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবও দিলেন তাঁরা।কোথাও ভোটারের ঘরে ঝুলছে তালা। কারোর মনে অজস্র প্রশ্ন। SIR নিয়ে আশা-আশঙ্কার দোলাচলের মধ্য়েই, মঙ্গলবার সকাল থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন বুথ লেভেল অফিসারেরা । শুরু হয় ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্বের কাজ। জোড়াবাগান, কসবা, কামারহাটি। বজবজ, সিঙ্গুর, কোচবিহার, বাঁকুড়া-কলকাতা থেকে জেলা, সর্বত্র দেখা গেল প্রায় একই ছবি। কলকাতার জোড়াবাগানের একাধিক এলাকায় বাড়ি বাড়ি গেলেন বুথ লেভেল অফিসারেরা। খতিয়ে দেখলেন একাধিক নথি।
BLO শুভব্রত মিত্র বলেন, দুটো পরিস্থিতি। যাদের বাবা-মার নাম আছে, যার দুজনেরই আছে। যার কিছুনেই, তার কিছু করার নেই। কখন নথি লাগবে আর কোথায় লাগবে না। জোড়াবাগানের এক বাসিন্দা বলেন, দেখুন আমাদের এখানে দুজন কেন্দ্রীয় সরকারি কর্মী কাজ করেছে, তারা এখানে থাকে না, এসব ব্যাপারে সহযোগিতা করেছেন।এরই মধ্যে, জোড়াবাগানের হরলালদাস লেনে আবার বুথ লেভেল অফিসারের সঙ্গে প্রায় ভোটারের ঘরে ঢুকে যেতে যাচ্ছিলেন তৃণমূলের এক বুথ লেভেল এজেন্ট। চোখে পড়তেই, সে কাজে বাধা দেন খোদ BLO.আবার এই এলাকাতেই একটি বাড়িতে তালা ঝুলতেও দেখা যায়..বাড়িতে কেউ না থাকলে কী করণীয়, তাও বুঝিয়ে বলেন বুথ লেভেল অফিসার।






















