Bengal SIR Row : ছুটির সকালে রাজ্য জুড়ে SIR-শুনানির দ্বিতীয় দিন, 'নো ম্যাপিং' নিয়ে কী বার্তা ফিরহাদের ?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ছুটির দিনেও রাজ্য জুড়ে SIR-শুনানি। নো ম্যাপিংয়ে থাকা ৩২ লক্ষ ভোটারের শুনানির দ্বিতীয় দিন। ২০০২-র তালিকায় যোগসূত্র না মেলা ভোটারদের আজও শুনানি। যাঁদের নামের বানান ভুল রয়েছে, ডাকা হচ্ছে তাঁদেরকেও। খসড়ায় ১ কোটি ৬৭ লক্ষের বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি, দাবি কমিশন সূত্রে। হয়রানির অভিযোগে সরব ফিরহাদ।
আরও পড়ুন, 'বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন', ফের বিস্ফোরক সৌগত রায়
রাসবিহারী বিধানসভা কেন্দ্রের এ কে ঘোষ মেমোরিয়াল স্কুলে শুনানিতে লম্বা লাইন। গুরুতর অসুস্থকেও দাঁড়াতে হচ্ছে লাইনে। যাদবপুর থানার তালতলার বাসিন্দা অম্লান কুসুম করকে দেখা গিয়েছে লাইনে। চেতলা গার্লস স্কুলেও আসছেন বহু মানুষজন। প্রচুর মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হেলথ ডেসকে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম।
প্রশ্ন: ভিতরে অনেকেই হ্যারাস হচ্ছেন এবং তাঁদের নোম্যাপিং বলে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলছেন, তাঁরা বলছেন অনেকদিনই তাঁরা এখানকার বাসিন্দা।
ফিরহাদ হাকিম: কথা বলেছি এরপর থেকে আর নোম্যাপিংদের ডাকবে না। কালকে আমি,..কথা বলে এসেছি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)





















