Weather Update: আগামী ৫ দিন প্রবল বর্ষণ, বাড়তে পারে নদীর জল স্তর, এই জেলাগুলিতে সতর্কতা জারি হাওয়া অফিসের
Bengal Weather Update: উত্তরবঙ্গে ঠিক কবে কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ? কবে কেমন বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ ? কী কী নিয়ে সতর্কতা ? জানাল আবহাওয়া দফতর।
কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) গতকয়েক দিনে ফের ভ্যাপসা গরম বেড়েছে। পূর্বাভাস মিলিয়েই আর্দ্রতা জনিত অস্বস্তিতে দরদরিয়ে ঘাম নামছে গলা বেয়ে। অফিস ফেরত যাত্রীদের কার্যত ভোগান্তিকর অবস্থা। আকাশে মেঘের দেখা মিললেও সেই অর্থে বৃষ্টির দেখা নেই খুব একটা। এদিকে একই সময়েই উত্তরবঙ্গে (North Bengal) উলটপুরাণ। ঠিক এমন সময়েই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)।
আগামী ৫ দিন প্রবল বর্ষণ, ভূমিধসের সতর্কতা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) বলেছেন, উত্তরবঙ্গের জন্য মূলত সতর্কতা থাকছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিছুটা দক্ষিণ দিনাজপুর এবং মালদা বাদ দিলে, সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দুই এক জায়গায় ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বৃষ্টি একটু বেশি হবে ২২ অগাস্ট থেকে ২৪ অগাস্ট অবধি। এই দিনগুলিতে উত্তরবঙ্গের ৫ টি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা এর জন্য একটি স্পেশাল বুলেটিনও ইস্যু করেছি এর জন্য। যেহেতু এই চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি হবে, তার মধ্য়ে তিন দিন প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ফলত উত্তরবঙ্গের নদীতে জলস্তর বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন, 'যাদবপুরে মাওবাদী কার্যকলাপ..' ? NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
২৪ ও ২৫ অগাস্ট বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণবঙ্গে
অপরদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল, তা ইতিমধ্য়েই অনেকাংশে মিলে গিয়েছে। কারণ ১৮ তারিখের পর বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস এসেছিল। আর সেই সম্ভাবনা মিলিয়েই আজ ২১ তারিখ অবধি কম পরিমাণ বৃষ্টির দিকেই পরিস্থিতি গিয়েছে বলে দাবি করেন তিনি। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন,আজ এবং আগামীকাল আর্দ্রতাজনতি অস্বস্তি থাকবে। ২৩ তারিখ থেকে একটু আবহাওয়ার পরিস্থিতি বদলাবে। ২৪ অগাস্ট এবং ২৫ অগাস্ট বৃষ্টি একটু বেশি হবে দক্ষিণবঙ্গে। এবং কিছু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ২৬ তারিখেও রয়েছে। তবে প্রধানত ২৪ এবং ২৫ অগাস্ট, এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানাবো। তবে ২৪ তারিখের আগে দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা থাকবে না বলে জানিয়েছেন তিনি।