Bhangar News: তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী
Independent Candidate Joined TMC : বিধায়ক সওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরে, তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের আইএসএফ সমর্থিত নির্দল জয়ী প্রার্থী।
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddque) বিরুদ্ধে ভোটে জয়ের শংসাপত্র আটকে রাখার অভিযোগে তুলেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে, তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থী (Winner Independent Candidate)। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নির্দল হিসেবে ভোটে লড়াই, দাবি নির্দল প্রার্থীর। পুরনো কর্মী, আলোচনা করেই দলে ফেরানোর সিদ্ধান্ত, মন্তব্য সওকত মোল্লার।
আইএসএফ সমর্থিত নির্দল জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন
মূলত এবার বিধায়ক সওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরেই, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ সমর্থিত নির্দল জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন। রবিবার ভাঙড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা। আর এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে এসে তৃণমূলের যোগ দিলেন চালতাবেরিয়া অঞ্চলের আইএসএএফ সমর্থিত নির্দল জয়ী প্রার্থ সাদিকুল মোল্লা।
'তৃণমূলের নীতি আদর্শ ভাল,তাই আমি নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি'
যোগদানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদিকুল বলেন যে, 'তৃণমূলের নীতি আদর্শ ভাল। তাই আমি নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি।' চালতাবেড়িয়া ১৪৭ নম্বর বুথের এই সাদিকুল মোল্লা গতকাল কাশিপুর থানায় নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সার্টিফিকেট কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই তৃণমূলে যোগদান করেন এই সাদিকুল।
আরও পড়ুন, অঙ্কের প্রশ্নে 'শুভেন্দু-নৌশাদের নাম', সাসপেন্ড হাইস্কুলের ২ শিক্ষক
জয়ের দলবদলের ইস্যু আরও একাধিকবার
প্রসঙ্গত, এমনই এক ছবি মে মাসের শেষেও দেখেছিল রাজ্যবাসী। তৃণমূলে যোগ দিয়েছিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি। কিন্তু সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগদানের মাত্র কয়েকমাস আগেই শূন্য থেকে তুলে দলকে বিধানসভায় নিয়ে গিয়েছেন তিনি। বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস (Byron Biswas)। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী ছিলেন তিনি। তৃণমূলকে (TMC) হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়েই বায়রন বলেছিলেন, ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম।' যদিও রাজ্যে একুশের ভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট, বারবার দলদলের ছবি সামনে এসেছে। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন ভাঙড়।