Enforcement Directorate: রাজ্যজুড়ে ইডির তল্লাশি, গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি
ED Raid: রাজ্যজুড়ে ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার। সকাল থেকে শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। কলকাতার একটি ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় ইডি-র হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি। ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিবিআই। সেই মামলাতেই আজ কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মামলাতেই দমদম ক্যান্টনমেন্ট এলাকায় রেস্ট কট আবাসনে ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও চলছে ইডি-র তল্লাশি।
স্বস্তিতে তন্ময় ভট্টাচার্য। মহিলা সাংবাদিককে হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সিপিএম নেতা। সেই আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। অক্টোবরে বরানগরের সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। সেই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময়। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন।