CM Mamata Banerjee: আমি কোনও হিন্দিভাষীকে কখনও বলেছি, বাংলা ছেড়ে চলে যাও ? এবার বড় প্রশ্ন মমতার
Mamata On Bengali Harassment SIR: বোলপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছুঁড়ে দিলেন বেশ বড় একটা প্রশ্ন। কী বললেন তৃণমূলনেত্রী ?

বীরভূম : গোটাদেশের একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আরও একটি বড় ইস্যু SIR. একদিকে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে পাল্টা সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে SIR নিয়ে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। ঠিক এমনই এক সময় ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে বোলপুরে পদযাত্রা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুললেন বেশ বড় একটা প্রশ্ন। ' আমি কোনও হিন্দিভাষীকে কখনও বলেছি, বাংলা ছেড়ে চলে যাও ?'
আরও পড়ুন, আমি বেঁচে থাকতে এখানে NRC করতে দেব না,স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন হুঁশিয়ারি দেন মমতা। বলেন, একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে, মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না। এটা মাথায় রাখতে হবে, যারা অত্যাচার করছো, সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন।মনে রাখবেন ইলেকশন কমিশন নিয়ম করছে। আগের ভোটার লিস্ট হবে না। নতুন করে সব তুলতে হবে। তাঁর মা-বাবার বার্থ সার্টিফিকেটও চাই। যারা এসব প্ল্যান করছে, তাঁদের জিজ্ঞেস করুন আপনার বার্থ সার্টিফিকেট আছে তো ?' কটাক্ষ তৃণমূল নেত্রীর।এরপরেই তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেন। তৃণমূল নেত্রী বলেন,' আমি কোনও হিন্দিভাষীকে কখনও বলেছি, বাংলা ছেড়ে চলে যাও ? দিল্লিতেও আটকে রেখে অত্যাচার করা হয়েছে। রেহাই পায়নি শিশুও। বৈধ নথি থাকা সত্বেও অত্যাচার চলছে ।মহারাষ্ট্র দেহ টুকরো করে বস্তায় ভরে দিয়েছে।যাকে তাঁকে রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে। ভাবছেন এভাবেই বদনাম করে চলে যাবে ? প্রশ্ন তুলেছেন তিনি।
অপরদিকে, তৃণমূল সুপ্রিমো বলেন, ১০০ দিনের কাজ নিয়ে বলছেন। জবকার্ড হোল্ডারদের কাজ দিন, কাজে লাগান। গত বছর ৮ হাজার ৩০০ কোটি টাকা খরচ। নিজস্ব টাকা। তার মধ্য বীরভূম পেয়েছে ২০ কোটি ৫০ লক্ষ টাকা। দুয়ারে সরকারও হবে। স্থানীয় মানুষ যেটা বলছে শুনতে হবে। রাস্তা অনেক হয়েছে আরও কিছু নতুন রাস্তা হবে। জল স্বপ্ন প্রকল্পে ৯০ শতাংশ টাকা আমরা খরচ করি। (কেন্দ্র জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। ৯৮ লক্ষ ৪৯ হাজার পরিবারের কাছে জল পৌঁছনো হয়েছে। জল প্রকল্পে রাজ্যের বাজেটে যে টাকা ধরা আছে সেটা খরচ করতে হবে। সাংসদদের জলের কাজের জন্য ১ কোটি করে দিতে হবে ফান্ড থেকে। বিধায়করা ১০ লক্ষ করে দেবেন ফান্ড থেকে। মাটি পরীক্ষার পরে জলের কাজ করতে হবে। '






















