Suri News: চকোলেট কিনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
Birbhum News: এবার বীরভূমের সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আর জি কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ: এবার বীরভূমের সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দোকানে চকোলেট কিনতে যায় নাবালিকা। আর তাতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল। অভিযোগ, মুদিখানার মালিক তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে খবর, দোকান থেকে বেরিয়ে নাবালিকাকে কাঁদতে দেখেন প্রতিবেশীরা। বাড়ি ফিরে নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানায়। অভিযুক্ত দোকান মালিক প্রদীপ কীর্তনীয়া পলাতক। তার দাদাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তর দোকানে ভাঙচুর চালান স্থানীয়রা। গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এদিকে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন শুনতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওই শুনানি হওয়ার কথা। আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালত। সোমবার নিম্ন আদালতের সেই রায়ের পরই, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের প্রাণদণ্ড চেয়ে আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন, আর জি কর মেডিক্যালের ঘটনাকে 'বিরলের মধ্যে বিরলতম' হিসেবে বিবেচনা করছেন না তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনা 'বিরলের মধ্যে বিরলতম'। দোষী সঞ্জয়ের ফাঁসির পক্ষেও বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে আজ নজর হাইকোর্টে।
নিম্ন আদালতের রায়ের পর আজ সুপ্রিম কোর্টেও শুনানির সম্ভাবনা। সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ যেমন রাজ্য সরকারের আবেদন শুনতে পারে হাইকোর্ট, তেমনই শুনানি রয়েছে শীর্ষ আদালতেও। দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হওয়ার কথা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবারই আমরণ কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সেই সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার প্রথম শুনানি হওয়ার কথা।
আরও পড়ুন: North 24 Parganas: মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর






















