Rampurhat Medical College: 'পরীক্ষার হলে কে কোথায় বসবে, বেশি নম্বরের সুবিধা', রামপুরহাট মেডিক্যালে 'থ্রেট কালচার', তদন্তে এবার কমিটি !
Threat Culture Allegation: দুই প্রাক্তন ডিন স্বরূপ সাহা এবং কৌশিক কর, তার সঙ্গে বর্তমান অধ্যক্ষ করবী বড়াল...এই তিন জনের বিরুদ্ধে ওই কলেজেরই ৫১ জন পড়ুয়ার সই সম্বলিত একটি অভিযোগ জমা পড়েছিল
সন্দীপ সরকার, কলকাতা : পরীক্ষা দুর্নীতি থেকে থ্রেট কালচারের অভিযোগ চিকিৎসক-পড়ুয়াদের। অনার্স পাওয়া, পরীক্ষায় বেশি নম্বর এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে, এই সমস্ত সুবিধে শুধু তৃণমূল ছাত্র পরিষদ করলেই মিলত বলে অভিযোগ। তাতে নাম জড়িয়েছে বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, মুস্তাফিজুর রহমান, সৌরভ পালদের। বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে ওঠা এইসব অভিযোগের তদন্তে এবার কমিটি গঠন করা হল। অধ্যক্ষ-সহ ৩ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও কৌশিক করের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ ও ২ প্রাক্তন ডিনের বিরুদ্ধে এই তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দুই প্রাক্তন ডিন স্বরূপ সাহা এবং কৌশিক কর, তার সঙ্গে বর্তমান অধ্যক্ষ করবী বড়াল...এই তিন জনের বিরুদ্ধে ওই কলেজেরই ৫১ জন পড়ুয়ার সই সম্বলিত একটি অভিযোগ জমা পড়েছিল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে । সেই অভিযোগপত্র জমা পড়ার একদিনের মধ্যেই তার তদন্ত কমিটি গঠন করা হল। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার মাথায় রাখা হয়েছে একজন অ্যাডিশনাল ডিএইচএস পদমর্যাদার স্বাস্থ্য আধিকারিককে। ৫ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন আরও চার জন অধ্যক্ষ । তাঁরা তদন্ত করবেন পড়ুয়াদের অভিযোগের সারবত্তা কী রয়েছে। অভিযুক্তদের বক্তব্য শুনবে কমিটি। তারপর কমিটি তাদের রিপোর্ট পেশ করবে।
যে অভিযোগ উঠেছিল তা কিন্তু মারাত্মক ! এমবিবিএস পরীক্ষায় সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পরীক্ষায় মার্কস...সবকিছুতে স্বজনপোষণ, থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। অভিযোগ, অভীক দে-ঘনিষ্ঠ বলে পরিচিত যাঁরা রামপুরহাট মেডিক্যালের চিকিৎসক-পড়ুয়া, যাঁরা এমবিবিএস পড়ছেন, যাঁরা উচ্চশিক্ষার জন্য সেখানে রয়েছেন...তাঁদের মধ্যে অভীক-ঘনিষ্ঠদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সবটাই হয়েছে অভিযুক্ত তিন জনের প্রশ্রয়ে, এমনই অভিযোগ। কারণ, তাঁরা থ্রেট কালচার দেখেও দেখেননি। এমনকী অনেক ক্ষেত্রে তাঁরা এই বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ায় অভিযুক্ত। ভূরিভূরি অভিযোগ রয়েছে। তিনটি পৃথক অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে। সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য ভবন। দ্রুত তদন্ত করে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন করবী বড়াল এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি স্বাস্থ্য ভবন যদি তাঁদের কাছে কোনও তথ্য চাওয়া হয় তাঁরা সেই তথ্য দিতে প্রস্তুত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।