এক্সপ্লোর
Akshaya Tritiya 2024: রাজরাজেশ্বরী বেশে সাজ, অন্নভোগ নিবেদন, অক্ষয় তৃতীয়ায় তারা মায়ের বিশেষ পুজো
Tarapith News: বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।

ফাইল ছবি
1/8

আজ শুভ অক্ষয় তৃতীয়া। বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন।
2/8

অনেকে হালখাতার পুজো করেন।এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়।
3/8

সকাল সকাল তারা মায়ের পুজো দিতে হাজির হন ব্যবসায়ী সহ ভক্তরা। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন অনেকে।
4/8

মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, শুক্রবার সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।
5/8

আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়।
6/8

সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়।
7/8

এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো।
8/8

অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি,পোলাও,পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া,মাছের মাথা সহযোগে ভোগ নিবেদন করা হয়।
Published at : 10 May 2024 08:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
