Birbhum Weather Update: সারাদিন দফায় দফার বৃষ্টি, সপ্তাহের মধ্যে বীরভূমে শীতের আপডেট কী?
Birbhum Weather Update on Wednesday: সকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বেলার দিকে তা বাড়বে। সকাল থেকে বিকেল... সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত ১১টার পরে কমতে পারে বৃষ্টি।
বীরভূম: বৃষ্টি না হলেও আজ সারাদিন মেঘলা থাকবে বীরভূমের আকাশ। সপ্তাহের মধ্যে যদি কোনও বিশেষ কাজের পরিকল্পনা থাকে বা ঘুরতে যাওয়ার থাকে, তাহলে ১ নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? রইল বুধবার দিনের বীরভূমের ওয়েদার আপডেট।
আজ মিগজ়াউমের প্রভাবে মোটের ওপর মেঘলা থাকবে বীরভূমের আকাশ। সকালের দিকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। রাতের দিকে তা নেমে আসতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিন আর্দ্রতা থাকতে পারে ৮৯ শতাংশ। সকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বেলার দিকে তা বাড়বে। সকাল থেকে বিকেল... সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত ১১টার পরে কমতে পারে বৃষ্টি।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ মিগজ়াউমের প্রভাবে মোটের ওপর মেঘলা থাকবে বীরভূমের আকাশ। সকালের দিকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা। রাতের দিকে তা নেমে আসতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিন আর্দ্রতা থাকতে পারে ৮৯ শতাংশ।
সূর্যোদয় (Sunrise) - সকাল ৬.০৮
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৪.৫২
বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।