এক্সপ্লোর
Tarapith: নতুন বছরে ভক্তদের ফুলে ঢাকল তারাপীঠ, ভিড়ের মধ্যে দাঁড়িয়েই প্রার্থনা, 'ডাক শুনো মা..'
Tarapith Puja 2025: দেখতে দেখতে ২০২৫ সালে পা, নতুন বছর উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড় উপচে পড়ছে তারাপীঠে।
নতুন বছরে ভক্তদের ফুলে ঢাকল তারাপীঠ, ভিড়ের মধ্যে দাঁড়িয়েই প্রার্থনা, 'ডাক শুনো মা..'
1/10

দেখতে দেখতে ২০২৫ সালে পা দেওয়া হয়ে গিয়েছে। আর নতুন বছর উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড় উপচে পড়ছে তারাপীঠে।
2/10

বুধবার সকাল থেকে 'নতুন বছর ভালো কাটুক', এই ইচ্ছে নিয়ে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা।
3/10

মনস্কামনা পূর্ণ করার জন্য, এই জেলার বিখ্যাত কঙ্কালিতলা মন্দিরেও পুজো দিচ্ছেন তাঁরা।
4/10

এইদিন তারাপীঠ তো বটেই, সেই সঙ্গে দক্ষিণেশ্বর, বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে হাজির হয়েছে অসংখ্য মানুষ।
5/10

সারা বছরই নিয়ম অনুযায়ী কমবেশি পুজো হয়ে থাকে তারাপীঠে। কিছুদিন আগেই ছিল কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হয়েছিল শক্তির আরাধনা।
6/10

কথিত আছে, কার্তিক মাসের এই তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকে নাম নরক চতুর্দশী।
7/10

মানুষের বিশ্বাস, নরকাসুর এদিন তার সঙ্গী ভূত-প্রেতদের নিয়ে মর্ত্যে আসেন পুজো নিতে। তাদেরকে দূরে রাখতেই চতুর্দশীতে ১৪ প্রদীপ দেওয়ার রীতি।
8/10

অপরদিকে, ভাদ্র মাসের বিশেষ তিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা। শাস্ত্র মতে তন্ত্রসাধনার জন্য এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে।
9/10

এইদিন তারাপীঠে সারারাত ধরে চলে নিশিপূজো। সেই প্রথা মেনেই এই বছরও কৌশিকী অমাবস্যার প্রথম রাতেই তারাপীঠে গর্ভগৃহে রাতভর করা হয়েছিল নিশিপুজো।
10/10

সেই প্রথা মেনেই এই বছরও কৌশিকী অমাবস্যার প্রথম রাতেই তারাপীঠে গর্ভগৃহে রাতভর করা হয়েছিল নিশিপুজো।
Published at : 01 Jan 2025 01:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























