Agnimitra Paul: প্রিয়ঙ্কা কেন? বারাণসীতে মোদির বিরুদ্ধে লড়ুন মমতা, চ্যালেঞ্জ অগ্নিমিত্রার, পেলেন পাল্টা জবাব
Lok Sabha Elections 2024: সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতাকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অগ্নিমিত্রা।
নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গাঁধী বঢরা কেন, ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে লড়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রীর মোকাবিলায় বারাণসীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের প্রিয়ঙ্কার নাম উঠে আসছে। I.N.D.I.A জোটের বৈঠকে তৃণমূলনেত্রী মমতাই তাঁর নাম সুপারিশ করেন বলে খবর। সেই নিয়ে এবার সরাসরি মমতাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অগ্নিমিত্রা। (Agnimitra Paul)
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতাকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, "বারাণসীতে মোজিদির বিরুদ্ধে প্রিয়ঙ্কা গাঁধীকে প্রার্থী করার কথা বলেছেন না! মমতা বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়াচ্ছেন না? আমরা তো চাই, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। আসন রফা হওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি দাঁড়ান। প্রিয়ঙ্কা গাঁধীকে কেন দাঁড় করাচ্ছেন? আপনি প্রধানমন্ত্রী হতে চান তো? তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ে দেখান। দেখি কত ক্ষমতা!"
সম্প্রতি দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে মমতাই বারাণসীতে প্রিয়ঙ্কার নামের সুপারিশ করেন বলে জানা যায়। কংগ্রেসের তরফে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি যদিও, কিন্তু বিষয়টি নিয়ে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকেও তীব্র কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, "এই যে দ্বিচারিতা...অধীরবাবুকে বলুন প্রদেশ কংগ্রেসের অফিসসে তালা ঝুলিয়ে কসবায় তৃণমূলের অফিসে গিয়ে বসে পড়তে। কারণ ওঁদের তো কোনও অস্তিত্বই নেই! জোটের নাম I.N.D.I.A রাখছেন মমতা, প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা-ও উনি ঠিক করছেন, আসন রফার দিনও বেঁধে দিচ্ছেন মমতা। তাহলে অধীরবাবু আপনি শুধু চেঁচাবেন তৃণমূলের দুর্নীতি মানা হবে না বলে? আপনাকে আর বিশ্বাস করবেন না বাংলার মানুষ।"
আরও পড়ুন: DA Protest Day 2: শতরঞ্চি পেতে নবান্ন বাসস্ট্যান্ডে অনড় DA আন্দোলনকারীরা, ধর্নার আজ দ্বিতীয় দিন
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এবিপি আনন্দে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন, কোথায় দাঁড়াবেন না, তা অগ্নিমিত্রা পাল বলে দেবেন! কয়েক দিন আগে যিনি আসানসোল উপনির্বাচনে ৩ লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছেন! I.N.D.I.A , NDA অনেক বড় পর্যায়ের রাজনীতি। এসব নিয়ে মন্তব্য করার যোগ্য বলে মবে হয় না ওঁকে। অধীরবাবু ছ'-সাত বার লোকসভায় নির্বাচিত হয়েছেন, লোকসভায় বিরোধী দলনেতা। তাঁর সম্পর্কে অগ্নিমিত্রা মন্তব্য করছেন, এতে তাঁর অজ্ঞতা প্রকাশ পাচ্ছে।"
অগ্নিমিত্রার মন্তব্যে কংগ্রেসের সৌম্য আইচ রায় বলেন, "এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, তৃণমূল এবং বিজেপি কার্যত একই। অগ্নিমিত্রা পাল কি বলবেন, যত তদন্ত হচ্ছে, তা কেন কালীঘাট বা ক্যামাক স্ট্রিট পর্যন্ত এগোয় না? কত বার বিধানসভায় প্রশ্ন তুলেছেন উনি? আসলে নিজেদের অকর্মণ্যতা ঢাকতে গালমন্দ করছেন কংগ্রেসকে। তৃণমূল আর বিজেপি-কে আলাদা বলে ধরি না আমরা। উনি হয়ত ইতিহাস-ভূগোলটা জানেন না। বাংলায় বিজেপি-র বীজ রোপণ করেছেন মুখ্যমন্ত্রী, চার বার ওঁর দলের সহযোগিতায় কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। জানলে ভেবে কথা বলতেন।"