Fake Voter: SIR-তরজার মধ্য়েই ভূতুড়ে ভোটারের অভিযোগ বাঁকুড়ায় ! কী দাবি BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানার ?
BJP MLA Niladri Shekhar Dana On Bankura Fake Voter: বাঁকুড়ায় ভূতুড়ে ভোটারের অভিযোগ বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার।

বাঁকুড়া: SIR-তরজার মধ্য়েই ফের ভূতুড়ে ভোটারের অভিযোগ। বাঁকুড়ায় ভূতুড়ে ভোটারের অভিযোগ বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার। 'বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে কয়েকশো ভূতুড়ে ভোটার রয়েছে। ভূতুড়ে ভোটারের তালিকা তৈরি করে কমিশনকে দেবেন, দাবি নীলাদ্রিশেখর দানার।
রাজ্য়ে SIR প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই সম্প্রতি বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটার তরজা। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। পাল্টা উত্তর দেয় তৃণমূল। এলাকায় নেই, তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন। একটা দুটো নয়, এরকম উদাহরণ ভুরি ভুরি! ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, তখন উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দিল ভূতুড়ে ভোটারের তরজা। যেমন মোনালিসা দত্ত! একসময় বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন। কিন্তু পরিবারের দাবি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন এক যুগ আগে! ঠিকানা পরিবর্তন হলেও, ভোটার তালিকায় নামটা রয়ে গেছে! পরিবারের দাবি, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি!
বসিরহাটের বাসিন্দা অনিলকুমার দত্ত বলেছিলেন, ২০১৩ সালে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। ও কলকাতার লেবুতলা পার্কে। এখনও এখানে ভোটার তালিকায় নাম রয়েছে। আমরা বারবার বলেছিলাম। ওখানে ওর ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। আমি চাইছি বসিরহাটের তালিকা থেকে ওর নাম কেটে যাক। ইনি দীপ মুখোপাধ্যায়। বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। তাঁর দাবি,১০ বছর হয়ে গেল, পরিবারের দুই সদস্য কর্মসূত্রে অন্যত্র থাকেন। কিন্তু ভোটার তালিকায় এখনও তাঁদের নাম জ্বলজ্বল করছে! বসিরহাটের বাসিন্দা দীপ মুখোপাধ্য়ায় বলেন, এখান থেকে দশ বারো বছর আগে চলে গেছে। সরকারিভাবে গেছে। এখনও ভোটার তালিকায় নাম রয়েছে। এরম যত ভূতুড়ে ভোটার আছ সকলের নাম বাদ যাওয়া উচিত। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, তার আগে আগামী সপ্তাহেই রাজ্যে SIR শুরু হওয়ার কথা! এই পরিস্থিতিতে ভোটার তালিকা ঘিরে এহেন অভিযোগ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















