PM Modi: রাজ্যে এসে "চাকরি" নিয়ে কী বার্তা প্রধানমন্ত্রীর ? "তৃণমূল তো বাংলার মানুষের উপরেই নিজের শত্রুতা বার করছে.." !
Modi On TMC : কেন তৃণমূল সরকারকে সরানো দরকার ? সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে চাকরি নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রীর ?

কলকাতা: দেখতে দেখতে ৫ বছর পার। তাই বিধানসভা ভোটের বছরে থিতু হয়েছে একাধিক বড় ইস্যু। একুশের পর আরও অনেক বিষয় সংযোজন হয়েছে। আরজিকর ইস্যু, SIR ইস্যু এসব তো আছেই, সেই সঙ্গে দুটি বড় ইস্যু মাথা তুলে দাঁড়িয়েছে। যারা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তা শিল্প ও কর্মসংস্থান। বলার অপেক্ষা রাখে না, টাটার সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার পর, সেই মাটিতে দাঁড়িয়েই মোদির এই সভা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর ঠিক এই দুটো ইস্যুকেই ঢাল বানিয়ে এদিন ভোটযুদ্ধের ময়দানে বড় প্রশ্ন তুললেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, এটা তো বোঝা গেল যে, বিজেপির উপর শত্রুতা বাংলার শাসকদলের, কিন্তু তৃণমূল তো বাংলার মানুষের উপরেই নিজের শত্রুতা বার করছে ! এরপরেই প্রধানমন্ত্রীর পরামর্শ, আমি পশ্চিমবঙ্গের মা-বোনেদের একটা কথা জানাতে চাই, আপনাদের ছেলে-মেয়েদের ততক্ষণ ভাল শিক্ষা এবং ভাল চাকরি মিলবে না, যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের হাতে শক্তি থাকবে। আপনার একটি ভোটই ঠিক করে দেবে, যাতে এখানকার কলেজে ধর্ষণের উপরের লাগবে।
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মোদির প্রশ্ন, পশ্চিমবঙ্গকে কি এভাবে সাজা দিতে পারে তৃণমূল সরকার? ..উন্নয়নের পথ আটকে দাঁড়াচ্ছে। গরীবের জন্য কল্যাণমূলক কাজে বাধা তৈরি করছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে আয়ুষ্মান যোজনা থেকে গরীব মানুষের দাতব্য চিকিৎসা হচ্ছে। বাংলার মানুষ এবার লক্ষ্য স্থির করে ফেলেছে, যে তৃণমূলের নির্মম সরকারকে, উচিত শিক্ষা দেবে। যাতে এখানেও বিজেপি সরকারে আসে।
তিনি বলেন, 'আমার নিরন্তর চেষ্টা বাংলার তরুণ সমাজ, পরিচয় কিন্তু এখানের তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্প আপনাদের অখনও অবধি এদের বিজেপির সঙ্গে দুশমনি ঠিক আছে। কিন্ত মানুষের সঙ্গে দুশমনি করছে ! আমি চিঠি লিখি। মুখ্যমন্ত্রী চিঠি পড়েন না। তবে, অফিসারদের তো পড়তে দিন। ।যুব সমাজের সঙ্গে খেলছে। বাংলার বাচ্চাদের ভবিষ্যত নষ্টকারী তৃণমূলের যাওয়া উচিত কি উচিত নয়, এমন সরকারকে শাস্তি দেওয়া উচিত নয়? " প্রশ্ন প্রধানমন্ত্রীর। তিনি বলেন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠন খুবই জরুরি। যখন বামেদের সরকার ছিল ত্রিপুরায় ৪টি ঘরে নলবাহিত জল আসত। এখন ৮৫ শাংশ ঘরে নলবাহিত জল আসে। যদি ত্রিপুরায় বিজেপি না আসত, বাংলায় বিজেপি এলে এখানের হাল পাল্টাবে। বাংলা থেকে তৃণমূলের মহাজঙ্গলরাজ যাওয়া ও বিজেপির সুশাসন আসা খুব জরুরি, এই জন্য বিদ্য়াসাগরের পথে চলা খুবই জরুরি। বাংলার বোন-মেয়েরা নিজের আওয়াজ জোররালো করতে হবে। '






















