Bankura News: বাঁকুড়ার অদ্ভুত 'মুড়ি মেলা', দ্বারকেশ্বর নদের চরে হাজার হাজার মানুষের পাত পেড়ে মুড়ি খাওয়া!
মুড়িকে কেন্দ্র করে আস্ত একটা মেলা... শুনতে অবাক লাগলেও এক বর্ণও মিথ্যে নয় এ কথা। বাঁকুড়া জেলার সুপ্রাচীন জনপদ কেঞ্জাকুড়া। এখানেই দ্বারকেশ্বর নদের চরে প্রতি বছর মাঘের ৪ তারিখ বসে ১০০ বছরেরও বেশি পুরনো এক মেলা— যা পরিচিত 'মুড়ি মেলা' নামে। রবিবার সেই মেলাতেই আনন্দে গা ভাসালেন আট থেকে আশি। এই মেলার ইতিহাস বড়ই বিচিত্র। সঞ্জীবনী মাতার আশ্রমে মকর সংক্রান্তি থেকে শুরু হয় নাম সংকীর্তন। আগেকার দিনে যখন চারিদিক ঘন জঙ্গলে ঢাকা ছিল, তখন ভক্তরা সংকীর্তন শুনে রাতে আর ফেরার সাহস পেতেন না। রাত কাটিয়ে পরদিন সকালে সঙ্গে আনা শুকনো মুড়ি দ্বারকেশ্বরের জলে ভিজিয়ে খেয়েই বাড়ির পথ ধরতেন তাঁরা। সেই অভাব আর প্রয়োজনের রেওয়াজই আজ উৎসবে পরিণত হয়েছে।

















